শিয়ারা কাফের কেন? শিয়ার কাফের কেনো? ১) শিয়া কালিমা ও মুসলমানদের কালিমা ভিন্ন। (মুসলিমদের কালিমা-লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ- আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিয়া কালিমা- লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল্লাহ, আলীয়্যুন ওয়ালীউল্লাহ ওয়াসিয়্যু রাসূলিল্লাহ, খলীফাতুহু বিলাফসল। {আকায়েদ দ্বীনিয়াত, বুক নং-১, ঈমামিয়া দ্বীনিয়াত, বাচ্চু কি দ্বীনী আওর আখলাকী কিতাব, পহলী কিতাব, প্রকাশক-ইমামিয়া এডুকেশন এ্যান্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট, নম্বর-৬৮, শিবাজী রোড,শিবাজী নগর ব্যাঙ্গালোর-৫৬০০৫১ ২) মুসলিমদের কুরআন শিয়াদের কুরান আলাদাঃ মুসলিমদের কুরআনে ৬৬৬৬ টি আয়াত রয়েছে। কিন্তু শিয়াদের দাবি মতে তাদের কুরআনে ১৭০০০ আয়াত রয়েছে। এছাড়াও সাহাবাদের গালা গালি করা ছাড়াও অনেক কারন রয়েছে যেগুলি শিয়াদের কাফের প্রমাণ করে যা উপরে উল্লেখ করা হয়েছে। যদি শিয়া ধর্ম সত্যা হয় তবে ইসলাম ধর্ম মিথ্যা আর যদি ইসলাম ধর্ম সত্য হয় তবে শিয়া ধর্ম মিথ্যা। নূরে মুজাসসাম রাসুলুল্লাহ ...