Skip to main content

Posts

Showing posts from September, 2018

শিয়ারা কেন কাফির তারা কেন মুসলিম নয়?

শিয়ারা কাফের কেন? শিয়ার কাফের কেনো? ১) শিয়া কালিমা ও মুসলমানদের কালিমা ভিন্ন। (মুসলিমদের কালিমা-লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ- আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিয়া কালিমা- লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল্লাহ, আলীয়্যুন ওয়ালীউল্লাহ ওয়াসিয়্যু রাসূলিল্লাহ, খলীফাতুহু বিলাফসল। {আকায়েদ দ্বীনিয়াত, বুক নং-১, ঈমামিয়া দ্বীনিয়াত, বাচ্চু কি দ্বীনী আওর আখলাকী কিতাব, পহলী কিতাব, প্রকাশক-ইমামিয়া এডুকেশন এ্যান্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট, নম্বর-৬৮, শিবাজী রোড,শিবাজী নগর ব্যাঙ্গালোর-৫৬০০৫১ ২) মুসলিমদের কুরআন শিয়াদের কুরান আলাদাঃ মুসলিমদের কুরআনে ৬৬৬৬ টি আয়াত রয়েছে। কিন্তু শিয়াদের দাবি মতে তাদের কুরআনে ১৭০০০ আয়াত রয়েছে। এছাড়াও সাহাবাদের গালা গালি করা ছাড়াও অনেক কারন রয়েছে যেগুলি শিয়াদের কাফের প্রমাণ করে যা উপরে উল্লেখ করা হয়েছে। যদি শিয়া ধর্ম সত্যা হয় তবে ইসলাম ধর্ম মিথ্যা আর যদি ইসলাম ধর্ম সত্য হয় তবে শিয়া ধর্ম মিথ্যা। নূরে মুজাসসাম রাসুলুল্লাহ ...

Why Shias are not Muslim?

রাফেযী শিয়া সম্প্রদায়ের আভির্ভাব আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদী বাহিক্যভাবে ইসলাম গ্রহণ করে, আহলে বায়আত তথা রাসূলের পরিবারের প্রতি মহব্বত ও আলী রা.-র প্রতি ভালবাসার ব্যাপারে সীমালঙ্ঘনে লিপ্ত হয় এবং আলী রা.-কে খেলাফতের প্রথম ওসি দাবি করে। এক পর্যায়ে ইলাহ্-এর স্থানে অধিষ্ঠিত করে। সেখান থেকেই রাফেযী সম্প্রদায়ের উৎপত্তি। এসব কথার সত্যতার প্রমাণ খোদ শিয়াদের কিতাবই। আল-কুম্মী তার “আল মাকালাত ওয়াল ফিরাক” গ্রন্থে বলেন, “আব্দুল্লাহ্ ইবনে সাবা আলী রা.-কে ইমামতের প্রথম হকদার দাবি করে, আবু বকর, ওমর ও উসমানসহ সকল সাহাবা সম্পর্কে মিথ্যাচার ও বিষোদগারে লিপ্ত হয়।” অনুরূপ মন্তব্য করেছেন “ফিরাকুশ শিয়া” নওবাখতী ও “রিজালুল কিশ্শী” গ্রন্থে কিশ্শী। আব্দুল্লাহ্ ইবনে সাবা সম্পর্কে একই মন্তব্য করেছেন বর্তমান যুগের শিয়া মুহাম্মাদ আলী আল-মু‘আলেম “আব্দুল্লাহ্ ইবনে সাবা আল হাক্বীক্বাতুল মাজহুলাহ্” গ্রন্থে। তারা সকলে রাফেযী মতের এক একজন বড় পণ্ডিত। আল-বাগদাদী বলেন, “সাবায়ীরা হচ্ছে আব্দুল্লাহ্ ইবনে সাবার অনুসারী। এ আব্দুল্লাহ্ ইবনে সাবা-ই আলী রা.-র ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে নবী দাবি করেছে। পরবর্তীতে তাকে আল্লাহ...