বিসমিল্লাহির রাহমানির রাহীম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার অনেক ইসলামি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে অনেকেই কোন জোটে নাই আবার অনেকে জোটে আছে। বাংলাদেশের ৯০%মানুষ ধর্ম প্রাণ মুসলমান। তাই অনেক নিবন্ধিত ও অনিবন্ধিত ইসলামী দল আছে। সেগুলার কোন টা সঠিক আবার কোন টা সঠিক না। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ইসলামী দল সমূহ অংশ নিচ্ছে সেগুলোর তালিকা দেওয়া হলো : ১.বাংলাদেশ জামায়াতে ইসলামী (ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে) ২.জমিয়তে উলামায়ে ইসলাম(প্রতীক:খেজুর গাছ) ৩.ইসলামী আন্দোলন বাংলাদেশ (প্রতীক:হাতপাখা) ৪.বাংলাদেশ খেলাফত আন্দোলন(প্রতীক:বটগাছ) ৫.ইসলামী ঐক্যজোট (প্রতীক :মিনার) ৬.খেলাফত মজলিস(প্রতীক:টেবিল ঘড়ি) ৭.বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (প্রতীক:মোম বাতি) ৮.বাংলাদেশ খেলাফত মজলিস (প্রতীক :রিকশা) ৯.ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ (প্রতীক:চেয়ার) ১০.জাকের পার্টি(প্রতীক গোলাপ ফুল) ১১.বাংলাদেশ তরিকত ফেডারেশন BTF ১২.বাংলাদেশ মুসলিম লীগ(প্রতীক:হারিকেন) এর পাশাপাশি অনিবন্ধিত বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত ...