Skip to main content

Posts

Showing posts from December, 2018

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন২০১৮তে যেসব ইসলামী দলসমূহ অংশগ্রহণ করছে।

                  বিসমিল্লাহির রাহমানির রাহীম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার অনেক ইসলামি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে অনেকেই কোন জোটে নাই আবার অনেকে জোটে আছে। বাংলাদেশের ৯০%মানুষ ধর্ম প্রাণ মুসলমান। তাই অনেক নিবন্ধিত ও অনিবন্ধিত ইসলামী দল আছে। সেগুলার কোন টা সঠিক আবার কোন টা সঠিক না। এবার একাদশ জাতীয় সংসদ  নির্বাচনে যেসব ইসলামী দল সমূহ অংশ নিচ্ছে সেগুলোর তালিকা দেওয়া হলো : ১.বাংলাদেশ জামায়াতে ইসলামী (ধানের  শীষ প্রতীকে নির্বাচন করছে) ২.জমিয়তে উলামায়ে ইসলাম(প্রতীক:খেজুর গাছ) ৩.ইসলামী আন্দোলন  বাংলাদেশ (প্রতীক:হাতপাখা) ৪.বাংলাদেশ খেলাফত আন্দোলন(প্রতীক:বটগাছ) ৫.ইসলামী ঐক্যজোট (প্রতীক :মিনার) ৬.খেলাফত মজলিস(প্রতীক:টেবিল ঘড়ি) ৭.বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (প্রতীক:মোম বাতি) ৮.বাংলাদেশ খেলাফত মজলিস (প্রতীক :রিকশা) ৯.ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ (প্রতীক:চেয়ার) ১০.জাকের পার্টি(প্রতীক গোলাপ ফুল) ১১.বাংলাদেশ তরিকত ফেডারেশন BTF ১২.বাংলাদেশ মুসলিম লীগ(প্রতীক:হারিকেন) এর পাশাপাশি অনিবন্ধিত বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত ...

নির্বাচন ও ভোটঃ শরয়ী দৃষ্টিকোণ

               নির্বাচন ও ভোটঃ শরয়ী দৃষ্টিকোণ লুৎফুর রহমান ফরায়েজী بسم الله الرحمن الرحيم জেনে নিতে হবে প্রথমেই গণতন্ত্র ইসলাম সম্মত নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু যেহেতু আমাদের দেশের অবস্থা এমন দাঁড়িয়ে গেছে যে, হুট করেই আমরা এ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারছি না। তাই এ ব্যাপারে চেষ্টা ও ফিকির সর্বদা করা উচিত। কিন্তু সেই সাথে গণতন্ত্র ইসলাম সম্মত নয় বলে হাত গুটিয়ে বসে থাকার দ্বারা যদি ইসলাম বিরোধী শক্তি ক্ষমতায় আসে। আর ইসলামের আরো বেশি ক্ষতি করতে শুরু করে দেয়। তাহলে এভাবে হাত গুটিয়ে বসে থাকা ব্যক্তি আরো বেশি মারাত্মক গোনাহগার হবে।ভোট দেয়া জরুরী প্রত্যেক ব্যক্তির স্বীয় সাধ্যানুযায়ী গোনাহ ও জুলুমকে রুখে দেয়ার তাকীদ কুরআনও হাদীসে এসেছে। তাই জাতিকে জুলুম ও নিপীড়ণ থেকে বাঁচাতে, সেই সাথে ইসলাম ও মুসলমানদের জালিম ও ইসলাদ্রোহীর হাত থেকে রক্ষা করতে ভোট প্রদান করা আবশ্যক। কারণ এর দ্বারা অন্তত কিছু হলেও তুলনামূলক ভাল ব্যক্তিকে নির্বাচিত করে বাতিল শক্তিকে রুখে দেয়া সম্ভবপর হয়ে থাকে। জুলুম ও ...