মাইকে আজান দেয়া এবং মসজিদে মাইক ব্যবহার বিষয়ে কিছু কথা বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম,আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলব।সেটি হলো মাইকে আজান বিষয়ে ।ইদানীং দেখা যায় মাইকে আজান ও মসজিদে মাইক ব্যবহার নিয়ে অনেকে অনেক কিছু বলে। কেউ বলে,জায়েজ,আবার কেউ বলে হারাম। বিশেষত আমাদের এই উপমহাদেশে অনেকে মাইকে আজান দেয়াকে হারাম ও শিরকে আকবর বলে থাকে। কথিত মৌং: আকবর আলী রেজভী(মৃত্যু-২০১৫)সে তার অনেক ওয়াজে এবং তার লেখা অনেক বইয়ে বলেছে,মাইকে আজান হারাম,মাইকে নামাজ,কুরান তেলায়াত হারাম ও শিরকে আকবর,মসজিদে মাইক হারাম।(নাউজুবিল্লাহ) দেখুন,এখানে আকবর আলী রেজবীর মাইকবিরোধী ফতুয়া।