Skip to main content

Posts

Showing posts from April, 2019

মাইকে আজান দেয়া এবং মসজিদে মাইক ব্যবহার বিষয়ে কিছু কথা

মাইকে আজান দেয়া এবং মসজিদে মাইক ব্যবহার বিষয়ে কিছু কথা বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম,আজকে আমি একটি বিষয়  নিয়ে কথা বলব।সেটি হলো মাইকে আজান বিষয়ে ।ইদানীং দেখা যায় মাইকে আজান ও মসজিদে মাইক ব্যবহার নিয়ে অনেকে অনেক কিছু বলে। কেউ বলে,জায়েজ,আবার কেউ বলে হারাম। বিশেষত আমাদের এই উপমহাদেশে অনেকে মাইকে আজান দেয়াকে হারাম ও শিরকে আকবর বলে থাকে। কথিত মৌং: আকবর আলী রেজভী(মৃত্যু-২০১৫)সে তার অনেক ওয়াজে এবং তার লেখা অনেক বইয়ে বলেছে,মাইকে আজান হারাম,মাইকে নামাজ,কুরান তেলায়াত হারাম ও শিরকে আকবর,মসজিদে মাইক হারাম।(নাউজুবিল্লাহ) দেখুন,এখানে আকবর আলী রেজবীর মাইকবিরোধী ফতুয়া।