যেসব কারণে রোজা নষ্ট হয় রমজান মাস আল্লাহর কাছে আমল কবুলের মাস। কিন্তু শর্ত হল আমলটি অবশ্যই ত্র“টিমুক্ত হতে হবে। হাদিসে আছে, অনেক রোজাদার এমন আছে যারা রোজার কষ্ট ছাড়া আর কিছুই পায় না, আর এমন রাত্রি জাগরণকারী আছে যারা রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পায় না (ইবনে মাজাহ, নাসাঈ, হাকিম)। কিছু কাজের কারণে রোজা ভেঙে যায়, আবার কিছু কাজ রোজাকে ত্র“টিযুক্ত করে। এগুলো জানা খুবই জরুরি। রোজা ভাঙার কারণের মধ্যে রয়েছে: বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করলে; আগরবাতি প্রভৃতির ধোয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে; ভূলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোন কিছু পানাহার করলে; রাত আছে মনে করে সুবহে সাদেকের পর কোন কিছু পানাহার করলে; ইফতারীর সময় হয়নি অথচ ইফতারীর সময় হয়েছে মনে করে ইফতারী করলে; কানে বা নাকে ওষুধ নিলে; পেশাব বা পায়খানার রাস্তায় ঔষধ, ঢুস বা অন্য কিছু প্রবেশ করালে; নস্যি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে; ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে; কুলি করার সময় অনিচ্ছাবশতঃ কন্ঠনালীতে পানি চলে গেলে; মুখে পান রেখে ঘুমিয়ে...