Skip to main content

Posts

Showing posts from April, 2020

কবিতা :ওরা মিছে নবুয়তের দাবিদার

ওরা মিছে নবুয়তের দাবিদার লেখক :শেখ আহসান উদ্দিন একটি ফিতনা জন্ম নিয়েছিলো ১৯-২০ শতকে যার নাম কাদিয়ানী। এরা নিজেদেরকে দাবি করে আহমদিয়া জামাত, কিন্তু আসলে এরা কাফির ও গোমরাহ। এই ফিতনার জন্ম পাক-ভারতে। সারা দুনিয়ায় বিভিন্ন দেশে তাদের হেডকোয়ার্টার আছে। এই কাদিয়ানীরা মুসলমানদের ইমান আকিদা নিয়ে করে খেলতামাশা। এই কাদিয়ানীরা প্রাণের নবী বিশ্বনবী সাঃ এর নবুয়তের চাদর নিয়ে করে টানাটানি। ভন্ড মির্জাগোলাম নিজেকে নবি ও মাহদী দাবি করেছিলো। কিন্তু আসলে সে ভন্ডনবী। এরা হল আসলে মিছে নবুয়তের দাবিদার, বিভিন্ন বড় বড় মুসলিম দেশ এদেরকে ঘোষণা করেছে অমুসলিম। খতমে নবুয়ত আমাদের ইমান, যারা ইমানের এই রুকনকে নিয়ে নিয়ে ছিনিমিনি খেলে ওরা কাফির ও মিছে নবুয়তের দাবিদার৷