Skip to main content

Posts

Showing posts from December, 2020

Nadeem Muhammad Nasheed "La ilaha illallah " Bangla translation ইংরেজি হামদ, গজলের বাংলা অনুবাদ

 লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah  মূল:নাদিম মুহাম্মদ অনুবাদে :শেখ আহসান উদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই) আমরা যে পৃথিবীতে রয়েছি তা আমি ব্যাখ্যা করতে পারি না চারপাশে তাকান এবং সমস্ত জিনিস দেখুন সুন্দর, কোনও ভুল তিনি আমাদের ছাড়বেন না তিনি এক,তিনিই তৈরি করতে পারেন কিছুই থেকে কিছুই তাই আসুন আমরা দোয়া  করি এবং প্রতিটি দিনের জন্য তাঁকে শুকরিয়া জানাই লা ইলাহা ইল্লাল্লাহ,লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সে আনন্দ দেয় সে ব্যথা নেয় তিনি সূর্য এবং বৃষ্টি ঘটায় রাত্রে তিনি আপনার পাশে আছেন বলে বাতাস অনুভব করুন আপনি একা নন, ভয় পাবেন না তিনি আপনাকে তাঁর বিশ্বাসের দিকে পরিচালিত করবেন তাই আসুন আমরা দোয়া করি এবং প্রতিটি দিনের জন্য তাঁকে ধন্যবাদ জানাই লা ইলাহা ইল্লাল্লাহ (ঐ) তিনিই সেই ব্যক্তি যিনি আমাদেরকে এই পৃথিবীতে জীবন দান করেছিলেন তিনিই বেঁচে আছেন জীবনের সমস্ত আনন্দ দ্বারা বোকা বোকা হবেন না শুধু ধরে রাখা এবং শক্তিশালী হতে লা ইলাহা ইল্লাল্লাহ 

আরবের আলেম ইসলামি চিন্তাবিদদের দৃষ্টিতে প্রাণীর ভাস্কর্য প্রসঙ্গ,What Yusuf qaradwi,munajjid and other Arab scholars says about Sculpture and statues

  ভাস্কর্য। সম্প্রতি বাংলাদেশের সর্বালোচিত শব্দ। হালের টক অব দ্য কান্ট্রি। ভাস্কর্য নির্মাণ। মাঠ-মঞ্চ কাঁপিয়ে ‘ভাস্কর্য’ এখন মুখে মুখে। ইসলামে মূর্তি নিষিদ্ধ, একথা সবাই মানে, কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে— ভাস্কর্য মূর্তির আওতায় পড়বে কি না। দেশের সর্বমহলের বিশেষজ্ঞ আলেমগণ বলছেন, ‘প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা হোক বা অন্য কোনো উদ্দেশ্যে; ইসলাম উভয়টাকেই হারাম সাব্যস্ত করেছে। তবে, নিষ্প্রাণ বস্তুর ভাস্কর্য নির্মাণ করা ইসলামে বৈধ।’ অন্য দিকে ধর্মের নামেই এক শ্রেণী বলছে, ‘ইসলামে মূর্তি নির্মাণ করা অবৈধ; ভাস্কর্য প্রাণীর হোক বা নিষ্প্রাণ, তা নির্মাণ করা ইসলামে অবৈধ নয়। যারা ভাস্কর্যকে অবৈধ বলছে, তারা ভাস্কর্য আর মূর্তির পার্থক্য না জেনেই বলছে।’ বঙ্গবন্ধুর ভাস্কর্যের সমর্থক লোকজন জোড়েশোড়ে এ মতের প্রচার করছে। পাশাপাশি যারা প্রাণীর ভাস্কর্য আর মূর্তিকে অভিন্ন সাব্যস্ত করে উভয়টাকে নিষিদ্ধ বলে আসছেন তাদেরকে মূর্খ, ধর্ম-ব্যবসায়ী, ধর্মের অপব্যাখ্যাকারী ও ভাস্কর্য-মূর্তির পার্থক্য জ্ঞানহীন বলে যাচ্ছেন। বৈধ-অবৈধের এ দ্বিবিধ বক্তব্যের কারণে জনসাধারণ এ...