"না স্তি ক তা, ধর্ম দ্রো হী তা, সংশয় বাদ আপনার দরজায় কড়া নাড়ছেঃ সজাগ আছেন তো?"(সৈয়দ গোলাম কিবরিয়া আযহারী) Syed Golam Kibria Azhari
"না স্তি ক তা, ধর্ম দ্রো হী তা, সংশয় বাদ আপনার দরজায় কড়া নাড়ছেঃ সজাগ আছেন তো?" --------------------------------------------------------- (সময়ের অপচয় মনে করে হলেও পড়ুন প্লিজ। বিশেষ করে সকল মতবাদের উলামায়ে কেরামগণ। পড়ুন, হৃদয় দিয়ে অনুভব করুন। ভাল লাগলে দয়া করে শেয়ার করুন। সেই মুতাবেক দয়া করে ব্যবস্থা নিন) কদিন থেকে জরুরী কাজে গ্রামের বাড়ি হবিগঞ্জ এর রিচিতে আছি। আজ আসরের নামাজের পর ৫ জন সদ্য এইচ এস সি পাশ (কারো বয়সই মনে হল ১৮-১৯ পাড় হয়নি) ভাই হবিগঞ্জ শহর থেকে আমাদের বাড়িতে এলো আমি অধমের সাথে দেখা করতে। কদিন থেকেই তারা আসবে আসবে করছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আসতে পারছিল না৷ যাইহোক, আমাদের বাড়ির পুকুর ঘাটে ছাউনির নিচে কুশল বিনিময়ের পর মূল আলোচনা শুরু করলাম। জিজ্ঞেস করলাম, মূলত কোন উদ্দেশ্যে আপনারা এসেছেন বলুন তো। উত্তরে তারা যা বলল তা শুনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না৷ দীর্ঘসময় আলোচনা হলো তাদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে। আলহামদুলিল্লাহ, সমাধানমূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েও আমরা আলোচনা করেছি৷ বেশ কিছু কার্যকর পদক্ষেপ আমরা ইন শা আল্লাহ অচিরেই নেব। সেগুলোই শেয়ার করব আজ ইন শা আল্লাহ স...