১৫ আগস্ট বিতর্ক সমাচার ১৫ আগস্ট আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল যার কারণে একেক রাজনৈতিক দল এটাকে একেক উদ্দেশ্য নিয়ে নিজেদের মনমতো দিবস পালন করে। আবার পার্শ্ববর্তী দেশ ভারতে এই ১৫ আগস্ট সেদেশের স্বাধীনতা দিবস ছিল । বাংলাদেশে আওয়ামী লীগ জোট ও তাদের সমর্থকরা ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিব এর মৃত্যুর স্মরণে জাতীয় শোক দিবস পালন করে, আবার বিএনপি এ দিনে খালেদা জিয়ার জন্মদিন,ফ্রিডম পার্টি,মেজর ডালিম বা তাদের অনেক সমর্থকরা এ দিনে নাজাত দিবস বা বাকশাল মুক্ত দিবস হিসেবে পালন করে,জামাতে ইসলামী এ দিনকে তাদের শহীদ আব্দুল মালেক স্মরণে ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করে,ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দিনে মালিবাগ শহীদ দিবস হিসেবে পালন করে। গত ১৫ বছর ধরে এই ১৫ই আগস্টে শোক দিবসের সরকারি ছুটি ছিল। সম্প্রতি দেশে ড: ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ১৫ই আগস্টে শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে দেয় যে কারণে গতকাল ১৫ আগস্টে কোনো সরকারি ছুটিই ছিল না বরং গতকাল অফিস আদালত ব্যাংক খোলা ছিল। বাংলাদেশে এবারের ১৫ আগস্ট এর অবস্থা পরিবেশ গত কয়েক বছরের থেকে ভিন্ন বা আলাদা ...