বিসমিল্লাহির রাহমানির রাহীম সংক্ষিপ্ত বর্ণনাঃ হজ্জ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বুনিয়াদি স্তম্ভ। ইসলামের এই মহান ইবাদতটি পালন করার সময় এর নিয়মনীতি সঠিকভাবে না জানার কারনে অনেকে বিভ্রান্তিতে পতিত হন। অনেকে হজ্জ করতে গিয়ে শির্ক, বিদআত ও কুসংস্করাচ্ছন্ন ত্রুটিপূর্ণ কাজে পর্যবসিত হন। হজ্জযাত্রীরা সাধারণত দুই একটা বই পড়ে অথবা মানুষের মুখের কথা শুনে হজ্জ সম্পর্কে জানার চেষ্টা করেন – কিন্তু এর মধ্যে কোন ভুলত্রুটি আছে কিনা সেটা যাচাই করেন না। অনেকেই শুদ্ধতা যাচাই করার বিষয়টি চিন্তাও করেন না। বেশিরভাগ মানুষ যে হজ্জ এজেন্সীর সাথে হজ্জে যান অন্ধভাবে তাদের করা নিয়মনীতি পালন করেন। কিন্তু এটি মোটেই কাম্য নয়। আমার আপনার হজ্জ হতে হবে মুহাম্মাদ (সা.) ও সাহাবীদের মতো। আমার আপনার হজ্জ হতে হবে কুরআন ও বিশুদ্ধ হাদীসের এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আলহামদুলিলাহ, এই হজ্জ গাইডটি বাজারে প্রচলিত হজ্জ গাইডগুলোর মধ্যে অন্যতম অত্যাধুনিক, পরিপূর্ণ ও সহীহ হজ্জ গাইড। আপনি যদি চলতি বছরের অথবা আগামী বছরের হজ্জযাত্রী হন তবে বইটি বিনামূল্যে প্রাপ্তিস্থানসমূহ থেকে সংগ্রহ করুন ও পড়ুন। বইটি আপন...