বিসমিল্লাহির রাহমানির রাহীম
সংক্ষিপ্ত বর্ণনাঃ হজ্জ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বুনিয়াদি স্তম্ভ। ইসলামের এই মহান ইবাদতটি পালন করার সময় এর নিয়মনীতি সঠিকভাবে না জানার কারনে অনেকে বিভ্রান্তিতে পতিত হন। অনেকে হজ্জ করতে গিয়ে শির্ক, বিদআত ও কুসংস্করাচ্ছন্ন ত্রুটিপূর্ণ কাজে পর্যবসিত হন। হজ্জযাত্রীরা সাধারণত দুই একটা বই পড়ে অথবা মানুষের মুখের কথা শুনে হজ্জ সম্পর্কে জানার চেষ্টা করেন – কিন্তু এর মধ্যে কোন ভুলত্রুটি আছে কিনা সেটা যাচাই করেন না। অনেকেই শুদ্ধতা যাচাই করার বিষয়টি চিন্তাও করেন না। বেশিরভাগ মানুষ যে হজ্জ এজেন্সীর সাথে হজ্জে যান অন্ধভাবে তাদের করা নিয়মনীতি পালন করেন। কিন্তু এটি মোটেই কাম্য নয়। আমার আপনার হজ্জ হতে হবে মুহাম্মাদ (সা.) ও সাহাবীদের মতো। আমার আপনার হজ্জ হতে হবে কুরআন ও বিশুদ্ধ হাদীসের এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আলহামদুলিলাহ, এই হজ্জ গাইডটি বাজারে প্রচলিত হজ্জ গাইডগুলোর মধ্যে অন্যতম অত্যাধুনিক, পরিপূর্ণ ও সহীহ হজ্জ গাইড।
আপনি যদি চলতি বছরের অথবা আগামী বছরের হজ্জযাত্রী হন তবে বইটি বিনামূল্যে প্রাপ্তিস্থানসমূহ থেকে সংগ্রহ করুন ও পড়ুন। বইটি আপনার হজ্জ সফরে সঙ্গে নিন। আপনার পরিচিতজন যারা চলতি বছর হজ্জে যাচ্ছেন অথবা যারা আগামী বছর হজ্জে যেতে ইচ্ছুক তাদের হজ্জ এর নিয়মকানুন জানতে এই বইটি উপহার দিন। আপনি যদি বইটির একাধিক কপি সংগ্রহ করে বিনামূল্যে বিতরণে সহযোগিতা করতে চান তবে বইটির প্রপ্তিস্থানসমূহে অথবা সংকলকের সাথে সরাসরি (০১৭১১৮২৯৪৯৬) যোগাযোগ করুন।
হজ্জ গাইডটির বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ
বইটিতে কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক উমরাহ, হজ্জ ও মদীনা জিয়ারতের বিষয়গুলো বর্ণনা করা হয়েছে।
উমরাহ ও হজ্জের যাবতীয় কর্মের সহীহ হাদীসভিত্তিক রেফোরেন্স ও পর্যাপ্ত ছবি সংযোজন করা হয়েছে।
অত্যন্ত সাবলীল ভাষায় গল্পের মতো করে ধারাবাহিকভাবে হজ্জ সফরের যাবতীয় বিষয় উলেখ করা হয়েছে।
উমরাহ ও হজ্জ পালনের ক্ষেত্রে যাবতীয় ভুলত্রুটি ও বিদআতসমূহ তুলে ধরা হয়েছে।
বইটিতে কাবা ও হজ্জের সংক্ষিপ্ত ইতিহাস এবং হজ্জের তাৎপর্য, ফযীলত ও শর্তাবলীসমূহ আলোচনা করা হয়েছে।
হজ্জের পূর্বপ্রস্তুতিমূলক মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি ও সফরের প্রস্তুতি তুলে ধরা হয়েছে।
হজ্জের প্রকারভেদ ও হজ্জ সফরের যাত্রার বাস্তব ধারণার অনুরুপ বর্ণনা করা হয়েছে।
উমরাহ ও হজ্জ পালনের পূর্ণ নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মাসজিদুল হারাম ও মাসজিদে নববীর পরিচিতিমূলক বর্ণনা করা হয়েছে।
কুরআন ও হাদীসে বর্ণিত দুআসমূহ পাঠ করার জন্য সংযোজন করা হয়েছে।
দর্শনীয়স্থানসমূহে জিয়ারাহ ও কেনাকাটা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
হজ্জ সম্পাদনের পর করণীয় বিষয়সমূহ উলেখ করা হয়েছে।
বইটি বিনামূল্যে সংগ্রহের প্রাপ্তিস্থানসমূহঃ
ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরী। রানীবাজার, মাদ্রাসা মার্কেট, রাজশাহী। ০১৭৩৬৭৪৯৯৭৪, ০১৭৩০৯৩৪৩২৫
তাকওয়া বুকস। বাইতুল আমান মসজিদ কমপ্লেক্স, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা। ০১৭৬১৪২৯০৭৭
আল-ফুরকান লাইব্রেরী। ৭৭৯, মণিপুর (হাই স্কুলের কাছে), মিরপুর-২, ঢাকা। ০১৬৭২৪৭৫৭৬৯
ইসলামকে জানুন লাইব্রেরী। গোড়ান, রানি বিল্ডিং, খিলগাঁও, ঢাকা। ০১৮১৮৫১৯৬০০
আল-মারুফ পাবলিকেশন্স,কাঁটাবন, ঢাকা। মোবাইল : ০১৯৭১৮১৪১৬৪
বইয়ের সংকলক (মোঃ মোশফিকুর রহমান), গুলশান, বারিধারা, বসুন্ধরা, ঢাকা। ০১৭১১৮২৯৪৯৬
বইটি বিতরন/সংগ্রহের ক্ষেত্রে ২টি মূলনীতিঃ
১. বইটি শুধুমাত্র চলতি বছর অথবা আগামী বছর নিশ্চিত নিয়ত আছে এমন হজ্জযাত্রীদের বিনা মূল্যে বিতরণের উদ্দেশ্যে।
২. একই পরিবারের স্বামী-স্ত্রী/পিতা-পুত্র/মা-সন্তান হলে অর্থাৎ একই পরিবারের একাধিকজন হলে ১টি বইয়ের কপি শেয়ার করে পড়ার অনুরোধ জানানো হচ্ছে।
সমাজের দানশীল ব্যক্তিবর্গ ও যারা দ্বীনপ্রচারে আগ্রহী এবং বিভিন্ন হজ্জ এজেন্সির কাছে বইটি ছাপানো ও বিতরনের বিষয়ে হালাল আর্থিক সহযোগিতার আহবান জানানো হলো।
Assalamu Alaikum.
ReplyDeleteDear Admin/Concern,
Please update & upload the new version of the book হজ সফরে সহজ গাইড under the following link:
http://ahasanahmad.blogspot.com/2018/08/easy-guide-to-hajj-new-2018-edition.html
Please get the new pdf version of the book from the following link. Also copy the content of the post from the following link.
https://www.waytojannah.net/blog/hajj-o-umrah-sofore-sohoj-guide-2019/
For any clarification or assistance please do not hesitate to contact me on 01711829496.
Ma Assalam.
Md. Moshfiqur Rahman