Skip to main content

Posts

Showing posts from September, 2021

হাসনাইন: নবিজীর দুই ফুল

 হাসনাইন: নবিজীর দুই ফুল সৈয়দ আনোয়ার আবদুল্লাহ  ================== ১০ ই মহররম ৬১ হিজরি।  হযরত মুহাম্মাদ (সা.)-এর আদরের দৌহিত্র হযরত হুসাইন (রা.) সপরিবারে নিহত হয়েছিলেন তৎকালীন উমাইয়া শাসক ইয়াযিদের বাহিনীর হাতে। ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়েছিল ৬১ হিজরির ১০ মহররম শুক্রবার। তাই এই দিনটি এলে মুমিন হৃদয় ব্যাথায় কাতর হয়ে উঠে। কারবালা থেকে শিক্ষা নেয়,  জীবন যেতে পারে তবুও অন্যায়ের কাছে মাথা নত করবে না হোসাইনের অনুসারীরা। মিথ্যার কাছে নিজেকে বিলিয়ে দিবে না। সত্যের জন্য একজন মুমিন লড়ে যাবে জীবন দিয়ে হলেও। তাদের প্রতি আমাদের গভীর প্রেম৷ ভালোবাসার চেতনাই হলো,আর্দশিক লড়াইয়ে নিজেকে হোসাইনের মতো দৃঢ়চেতা করা। আহলে বাইতের প্রতি আমাদের মহব্বত চিরকাল চেতনার ভাস্বর হোক। প্রিয় নবীর নাতি হিসেবে এমনিতেই ইমাম হোসাইনের (রা.) প্রতি সব মুমিনের অফুরন্ত ভালোবাসা থাকাটাই স্বাভাবিক, তদুপরি কোরআন-হাদিসে আহলে বায়েতের প্রতি বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে যে, তাদের প্রতি ভালোবাসা পোষণ ইমানের পরিচায়ক হিসেবেও নির্ধারিত হয়েছে। 'আহলে বাইত’ হলেন প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর বংশধর ও আত্মীয়-স্বজ...