প্রসঙ্গ : শিয়াদের ঈদ এগুলোর ব্যাপারে আমাদের অবস্থান ঈদ মানে আনন্দ খুশি। ইসলাম ধর্মের দৃষ্টিতে দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ হয়েছে ঈদ। আল্লাহ তা‘আলা এদিনে তার বান্দাকে নি‘আমাত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করে থাকেন, বারবার ইহসান করেন। যে কারণে মুসলিম তথা ইসলাম ধর্মের অনুসারীরা নিয়ামত ও শুকরিয়া স্বরূপ আনন্দ খুশি উদযাপন করে যাকে ঈদ বলে। ইসলামে প্রধানত দুইটা ঈদ পালন করে সব মুসলিমরা ঈদুল ফিতর ও ঈদুল আযহা । ৬২২ খ্রিস্টাব্দে মহানবী শেষ নবী রাসূল মুহাম্মদ সাঃ এর মদিনা হিজরতের পরে অন্যান্য বিধানের মতো ইসলাম ধর্মে এই দুই ঈদের বিধান শুরু হয়। ঈদুল ফিতর পালিত হয় হিজরী বা মুসলিম ক্যালেন্ডারে পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিনে এবং ঈদুল আযহা বা কুরবানীর ঈদ পালিত হয় হিজরী ক্যালেন্ডারের শেষ মাস যুল হিজ্জাহ/জিলহজ্ব মাসের ০৯ তারিখ আরাফার দিনের শেষে জিলহজের ১০ থেকে ১২ তারিখে । ঈদুল ফিতরের ১ম দিন (০১ শাওয়াল) এবং ঈদুল আযহার দিনগুলোতে (১০ থেকে ১৩ জিলহজ্ব) মোট ৫ দিন রোযা রাখা নিষিদ্ধ বা হারাম। এর পাশাপাশি হাদিস ও সুন্নাহর আলোকে জানা যায় যে শুক্রবার বা জুমার দিনকেও সাপ্তাহিক ঈদ বলা ...