সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবী ও এর গুরুত্ব : আহসান শেখ (শিক্ষার্থী,বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বিআইইউ,ঢাকা) বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংকট দুরাবস্থা দেখা যাচ্ছে। এটার জন্য অনেকেই দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি দায়ভার চাপাচ্ছেন সম্প্রতি দেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এ থেকে উত্তরণের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের দাবী জানাচ্ছেন। এনিয়ে অনেক আলোচনা চলছে অনলাইনে অফলাইনে তবে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি এবিষয়ে কোনো একটা বক্তব্যও দেয়নি। আজকের এ প্রবন্ধে এবিষয়ে আলোকপাত করা হয়েছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সাল। তারপর ১৯৭৯ ১৯৮৬, ১৯৮৮,১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭৩ এর জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে ও তখন সংসদে বিরোধী দল হয়ে জাসদ ও ন্যাপ। ১৯৭৫ সালে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিব নিহতের পরে দেশে প্রথম সামরিক শাসন শুরু হয়। এসবের পরে ১৯৭৯ সালের ২য় জাতীয় সংস...