পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে ০৬ ডিসেম্বর ২০২৩ বুধবার সেদেশের মুসলিমদের হানাফি দেওবন্দী,হানাফি বেরলভী রেজভী এবং আহলে হাদিস সালাফি এই তিন গুরুত্বপূর্ণ বড় বড় ফিরকা দল মত পথ এর বড় বড় আলেম উলামাদের উদ্যোগে ইত্তেহাদে উম্মত,ফিলিস্তিন ও মসজিদে আক্বসা রক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক জাতীয় সম্মেলন কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সেখানে কওমি দেওবন্দীদের মুফতি তাকী উসমানী,পাকিস্তানের অন্যতম রাজনৈতিক দল জমিয়তে উলামার একাংশের মাওলানা ফজলুর রহমান, মাওলানা হানিফ জালান্ধারী,জমিয়তে উলামার অপর অংশের মাওলানা হামিদ উল হক হাক্কানী,সিপাহে সাহাবা আহলে সুন্নত এবং পাকিস্তান রাহে হক পার্টির আল্লামা মুয়াবিয়া আজম তারিক ও আল্লামা আওরঙ্গজেব ফারুকী,বেরলভী রেজভী ঘরানার আল্লামা মুফতি মুনিবুর রহমান,শাহ নুরানীর দল জমিয়তে উলামায়ে পাকিস্তান জেইউপির মাওলানা ওয়াইস নুরানী,আহলে হাদিস সালাফিদের সাজিদ মীর,বিশ্ববিখ্যাত দারুসসালাম পাবলিকেশন্স এর প্রতিষ্ঠাতা আব্দুল মালিক মুজাহিদ উনারা উপস্থিত ছিলেন। সেখানে ফিলিস্তিনে দখলদার ইস*রাই*লী দের আগ্রাসন বন্ধে করনীয় বিষয়ে বক্তব্য দেওয়া হয়।
On December 06, 2023 at the Jinnah Convention Center in the capital of Pakistan, a national conference on the importance and necessity of protecting the Ummah in Ittehad, Palestine and the Aqsa Mosque was organized by the Muslim Scholars of three important Firqa groups of Muslims of that country, Hanafi Deobandi, Hanafi Baelvi Razvi and Ahle Hadith Salafi.
Comments
Post a Comment