‘নিউজিল্যান্ডের ঘটনা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে’
শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানি বলেছেন,
গত শুক্রবার জুম’আর নামাযের সময় নিউজিল্যান্ডের দুটি মসজিদে উগ্রবাদী খ্রিস্টান কর্তৃক ইতিহাসের নৃশংস, বর্বর, ন্যক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে। এতে আমাদের বহু মুসলমান ভাই হতাহত হয়েছেন।
গত শুক্রবার জুম’আর নামাযের সময় নিউজিল্যান্ডের দুটি মসজিদে উগ্রবাদী খ্রিস্টান কর্তৃক ইতিহাসের নৃশংস, বর্বর, ন্যক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে। এতে আমাদের বহু মুসলমান ভাই হতাহত হয়েছেন।
তিনি বলেন, নিউজিল্যান্ডের এ ঘটনা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে।
আজ (১৭ মার্চ) বাদ আসর জামিয়া দারুল উলুম করাচির জামে মসজিদে আয়োজিত সাপ্তাহিক ইসলাহি মজলিসে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সকল শহীদ ভাইয়ের দরজা বুলন্দির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং আহত ভাইদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মুফতি তাকি উসমানি ইসলাহি মজলিসে মুসলিম উম্মাহকে ছোটখাটো মতানৈক্য, মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গুনাহমুক্ত জীবন গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান।
Shaykhul Islam Allama Mufti Muhammad Taqi Usmani said,
During the Friday Prayer on Friday, two mosques in New Zealand have caused a brutal, brutal, disreputable killing of history by extremist Christians. Many of our Muslim brothers were injured in this.
He said this incident of New Zealand has hampered all the brutality of history.
He said this in the Weekly Islamic Constituency held at Jama Masjid in Jamia Darul Uloom, Karachi, on Saturday (March 17th).
At this time, he prayed for Allah's court for the bullet of the door of all the martyrs and prayed for immediate recovery of injured brothers.
In the mufti taqi utmanii Islamic forum, the Muslim Ummah emphasized the need for unity to forget the minor disagreements and differences. At the same time, urged all to develop a sinless life.
Comments
Post a Comment