বিসমিহী তায়ালা
কারবালা কাব্য
-আবছার তৈয়বী
ঐ দেখো আজি নামিছে আঁধার
চারিদিক গেছে ছেয়ে,
মজলুম বুক করে ধুকপুক
আছে পথ পানে চেয়ে।
শুন হে ভ্রাতা! আসিবেন ত্রাতা
তোমাদের উদ্ধারে,
বুকের তাজা খুন ঢেলে তিনি
রুখিবেন গাদ্দারে।
ভয় কিসে তোমার তড়পাও কেন
হয়ো নাকো বেচাইন,
দেখো চেয়ে দেখো দীন উদ্ধারে
আসিতেছেন হোসাইন।
আসিলেন তিনি থামিলেন যেথায়
নাম তার কারবালা,
নবী বংশের ফুল দিয়ে খোদা
সাজাবেন শহীদি ডালা।
এই বুঝি সেই জায়াগাটা দেখি-
ধূ ধূ মরু প্রান্তর,
বিঁধিবে যে তীর কাটিবে যে শির
কাঁপিবে না অন্তর।
এক ঘোঁট পানি নেয়ামত জানি
পায়নি নবীর ফুল,
তাই দেখে বুঝি কেঁদে মরে আজি
হোসাইনী দুলদুল।
দুধ নাই জানি দাও মোরে পানি
কাতরায় আসগর,
শহীদি কাফেলা হুঙ্কার ছাড়ে
আল্লাহু আকবর।
শহর বানু চোখ মুছে বলে-
যয়নাব কী যে করি,
সাকীনা কাঁদে ভাই নিয়ে কাঁধে
ইমামের পায়ে ধরি।
বাবা গো বাবা সকলেই বোবা
কথা নাই কারো মুখে,
আলী আসগরের কষ্টে দেখো
আরশ কাঁপিছে দুঃখে।
কাঁধে করিয়া ইমাম তাহারে
নিলো ফোরাতের ধারে,
এজিদ সেনার তীর এসে বিঁধে
নিয়ে গেলো পরপারে।
খোদার কাছে তুলিলেন ইমাম
শোকরের দুই হাত,
মুক্তি যেন পায় হে খোদা
নবীজীর উম্মাত।
সকলেই জানি ফোরাতের পানি
অবারিত সবার তরে,
নবী পরিবার সকলেই উদার
তবুও তৃষ্ণায় মরে!
নিশিথ তিমিরে ইমাম শিবিরে
ক্রন্দন রোল পড়ে,
অনুচ্চ স্বরে হৃদয় ভরে
সকলে খোদায় স্মরে।
দুই হাত তুলে নিজেকে ভুলে
ফরিয়াদে মশগুল,
এই দেহ-প্রাণ সবি কোরবান
করিব না কভু ভুল।
ওগো মোর প্রভু দিবো নাকো কভু
ইয়াযিদের হাতে হাত,
নেবো নাকো ভুলে নিজ হাতে তুলে
ইয়াযিদের বায়আত।
দোয়া আমি মাগি উম্মত লাগি
চাই না কিছুই আর,
চাই দান সম শাহাদাত মম
উম্মতে পায় পার।
তারিখ: ০৯ সেপ্টেম্বর, ২০১৯ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।
Comments
Post a Comment