থেমে থেমে রাসুল সাঃ অবমাননা (From islamtime24.com) ২০১৩ পরবর্তী সময়ে অনলাইনে আল্লাহ, রাসূল ও ইসলাম নিয়ে কটূক্তি এবং ধর্মানুভূতিতে আঘাতের ঘটনা কিছুদিন কম থাকলেও সম্প্রতি আবার তা বেড়ে গেছে। কয়েকমাসের ব্যবধানে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু জায়গায় ঘটেছে রাসূলকে অবমাননা করে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মনে আঘাত দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা। সর্বশেষ ভোলার বুরহানুদ্দিনে নবী সা.কে কটূক্তি এবং এর প্রতিবাদে করা তাওহিদী জনতার বিক্ষোভ সমাবেশে পুলিশের নির্বিচার গুলিতে চার নবিপ্রেমিকের শাহাদতের ঘটনা উত্তাল করে তুলেছে সারাদেশ। কিছুদিন পরপর অনলাইনের বিভিন্ন সাইটে রাসূলকে অবমাননার ব্যাপারটিকে বড় কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন চট্টগ্রাম ওমর গনি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট লেখক ও আলোচক ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, আল্লাহ, রাসূল, উম্মাহাতুল মু’মিনিন এবং সাহাবায়ে কেরামকে নিয়ে কূরুচিপূর্ণ কথা বলা বৃহত্তর কোনো ষড়যন্ত্রের অংশ। ২০১৩ সালের আইসিটি আইনের ফলে তা কিছুটা কমে আসলেও একেবারে বন্ধ হয়ে যায়নি।...