Skip to main content

Posts

Showing posts from October, 2019

থেমে থেমে রাসুল সাঃ অবমাননা এবং বিচ্ছিন্ন ঘটনা

থেমে থেমে রাসুল সাঃ অবমাননা (From islamtime24.com)   ২০১৩ পরবর্তী সময়ে অনলাইনে আল্লাহ, রাসূল ও ইসলাম নিয়ে কটূক্তি এবং ধর্মানুভূতিতে আঘাতের ঘটনা কিছুদিন কম থাকলেও সম্প্রতি আবার তা বেড়ে গেছে। কয়েকমাসের ব্যবধানে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু জায়গায় ঘটেছে রাসূলকে অবমাননা করে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মনে আঘাত দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা। সর্বশেষ ভোলার বুরহানুদ্দিনে নবী সা.কে কটূক্তি এবং এর প্রতিবাদে করা তাওহিদী জনতার বিক্ষোভ সমাবেশে পুলিশের নির্বিচার গুলিতে চার নবিপ্রেমিকের শাহাদতের ঘটনা উত্তাল করে তুলেছে সারাদেশ। কিছুদিন পরপর অনলাইনের বিভিন্ন সাইটে রাসূলকে অবমাননার ব্যাপারটিকে বড় কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন চট্টগ্রাম ওমর গনি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট লেখক ও আলোচক ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, আল্লাহ, রাসূল, উম্মাহাতুল মু’মিনিন এবং সাহাবায়ে কেরামকে নিয়ে কূরুচিপূর্ণ কথা বলা বৃহত্তর কোনো ষড়যন্ত্রের অংশ। ২০১৩ সালের আইসিটি আইনের ফলে তা কিছুটা কমে আসলেও একেবারে বন্ধ হয়ে যায়নি।...

কবিতা :শহীদ আবরার ফাহাদ স্মরণে

বুয়েট বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা যা ঢাকা ভার্সিটি থেকে ১.৪কিঃমিঃ দূরে। যে প্রতিষ্ঠান থেকে এসেছে অসংখ্য মেধাবী ছাত্র যেখানে অনেক বছর আগে নিয়ম করে ছাত্ররাজনীতি নিষেধ ছিল,সেখানে কিছুদিন আগে এক ছাত্র অপরাজনীতির শিকার হয়ে শহীদ হয়েছে। সেদিন ছিলো,ছয়ই অক্টোবর তখন ছিলো রাত্রি। শহীদ হওয়া ছেলের নাম আবরার ফাহাদ, একজন নিস্পাপ ছাত্র। তাকে মারল ছাত্রলীগের ১১সদস্য,তাদের অবশ্য বহিস্কার হলো। এই আবরার নিজ দেশের স্বার্থের পক্ষে কথা বলাতে নির্মমভাবে হলো শহীদ। এই ছাত্র-যুবক দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ তারা আজ হচ্ছে অপরাজনীতির শিকার। আমি বলতে চাই, যারা নিরীহ মানুষ হত্যা করে তারা অমানুষ। আমি ধন্যবাদ জানাতে চাই এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ও ডাকসু ভিপিকে, আবরার হত্যা ও ছাত্ররাজনীতি বিষয়ে সঠিক সিদ্ধান্তের জন্য। আমি পরিশেষে বলতে চাই "ভারতীয় আগ্রাসন এই দেশে চাই না" আবরার হত্যার সুষ্ঠু বিচার হোক এবং অপরাজনীতি বন্ধ হোক।