বুয়েট বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা
যা ঢাকা ভার্সিটি থেকে ১.৪কিঃমিঃ দূরে।
যে প্রতিষ্ঠান থেকে এসেছে অসংখ্য মেধাবী ছাত্র
যেখানে অনেক বছর আগে নিয়ম করে ছাত্ররাজনীতি নিষেধ ছিল,সেখানে কিছুদিন আগে এক ছাত্র অপরাজনীতির শিকার হয়ে শহীদ হয়েছে।
সেদিন ছিলো,ছয়ই অক্টোবর তখন ছিলো রাত্রি।
শহীদ হওয়া ছেলের নাম আবরার ফাহাদ,
একজন নিস্পাপ ছাত্র।
তাকে মারল ছাত্রলীগের ১১সদস্য,তাদের অবশ্য বহিস্কার হলো।
এই আবরার নিজ দেশের স্বার্থের পক্ষে কথা বলাতে নির্মমভাবে হলো শহীদ।
এই ছাত্র-যুবক দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ
তারা আজ হচ্ছে অপরাজনীতির শিকার।
আমি বলতে চাই, যারা নিরীহ মানুষ হত্যা করে তারা অমানুষ।
আমি ধন্যবাদ জানাতে চাই এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ও ডাকসু ভিপিকে,
আবরার হত্যা ও ছাত্ররাজনীতি বিষয়ে সঠিক সিদ্ধান্তের জন্য।
আমি পরিশেষে বলতে চাই
"ভারতীয় আগ্রাসন এই দেশে চাই না"
আবরার হত্যার সুষ্ঠু বিচার হোক
এবং অপরাজনীতি বন্ধ হোক।
যা ঢাকা ভার্সিটি থেকে ১.৪কিঃমিঃ দূরে।
যে প্রতিষ্ঠান থেকে এসেছে অসংখ্য মেধাবী ছাত্র
যেখানে অনেক বছর আগে নিয়ম করে ছাত্ররাজনীতি নিষেধ ছিল,সেখানে কিছুদিন আগে এক ছাত্র অপরাজনীতির শিকার হয়ে শহীদ হয়েছে।
সেদিন ছিলো,ছয়ই অক্টোবর তখন ছিলো রাত্রি।
শহীদ হওয়া ছেলের নাম আবরার ফাহাদ,
একজন নিস্পাপ ছাত্র।
তাকে মারল ছাত্রলীগের ১১সদস্য,তাদের অবশ্য বহিস্কার হলো।
এই আবরার নিজ দেশের স্বার্থের পক্ষে কথা বলাতে নির্মমভাবে হলো শহীদ।
এই ছাত্র-যুবক দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ
তারা আজ হচ্ছে অপরাজনীতির শিকার।
আমি বলতে চাই, যারা নিরীহ মানুষ হত্যা করে তারা অমানুষ।
আমি ধন্যবাদ জানাতে চাই এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ও ডাকসু ভিপিকে,
আবরার হত্যা ও ছাত্ররাজনীতি বিষয়ে সঠিক সিদ্ধান্তের জন্য।
আমি পরিশেষে বলতে চাই
"ভারতীয় আগ্রাসন এই দেশে চাই না"
আবরার হত্যার সুষ্ঠু বিচার হোক
এবং অপরাজনীতি বন্ধ হোক।
Comments
Post a Comment