সব আহলেহাদিস সালাফিরা কি ভালো?
Are All Salafis good? (Part 1)
মহানবী সাঃ বলেছেন, "আমার উম্মাহ৭৩দলে বিভক্ত হবে........ ৭২দল জাহান্নামী। " তাই ইতিহাসের পাতায় দেখি যে শিয়া থেকে শুরু করে অসংখ্য ফিরকার জন্ম হয়েছে। আমাদের এই উপমহাদেশেও অনেক ফিরকা আছে। অনেকে বলে যে,৭৩ ফিরকার হাদিসের কারণে মুসলমানরা কখনো এক হবে না। অনেকে নিজের দল/ফেরকা ছাড়া অন্য সবাইকে খারাপ মনে করে। তবে হ্যাঁ, শিয়া ও কাদিয়ানীরা পথভ্রষ্ট ফিরকা। আমাদের হানাফি মাজহাবেও ৫/৬টি দল উপদল দেখা যায়। তবে আমিসহ অনেকেই চায় যে মুসলমানদের ঐক্য হোক।আমরা বাংলাদেশে দেখিযে, আলীয়া,কওমি,তাবলীগি,চরমোনাই,ছারছীনা-ফুরফুরা-নেছারাবাদী,ফুলতলী-জৌনপুরী ইত্যাদি পীর মাশায়েখের অনুসারী, আহলেহাদিসসালাফি,বেরলভিরেজবী,জামাতে ইসলামী,হিজবুত তাহরীরপন্থী ইত্যাদি দল মতের মুসলমান আছে।আহলে হাদিসদের অনেক নাম আছে। যেমন: আহলেহাদিস,সালাফি,গায়রেমুকাল্লিদ,ওয়াহাবী,মাদখালী ইত্যাদি।৩বছর আগে ইন্টারনেটে শুনেছিলাম যে আহলেহাদিসরা নাকি ১৬৩দলে বিভক্ত। ওয়াহাবি,মাদখালী,হিজবিয়াহ,হাদ্দাদিয়াহ এই নামগুলো আহলেহাদিসদের বিপক্ষে ব্যবহৃত।আমাদের এই উপমহাদেশে আহলেহাদিসদেরকে অনেকে লা-মাযহাবী বলে।বাংলাদেশে আহলেহাদীছ আন্দোলন,জমঈয়তে আহলেহাদীস,আহলেহাদিস তাবলীগে ইসলাম,শুব্বানসহ মোট ২০টির মতো আহলেহাদিস সালাফি সংগঠন রয়েছে।তাদের সব সংগঠনের মতাদর্শ ভিন্ন ভিন্ন।
জমঈয়তে আহলেহাদিস সংগঠনটি উপমহাদেশে পরিচিত সংগঠন। এই আহলেহাদিসসালাফি মতাদর্শ ইবনে হাজমের মতাদর্শের মাধ্যমে শুরু হয়।উপমহাদেশে ব্রিটিশ আমলে এই আহলে হাদিস মতাদর্শের উৎপত্তি হয়।
নওয়াব সিদ্দীক হাসান,ইবনে তাইমিয়া,আল শাওকানি,মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব,আব্দুল্লাহেল কাফী আল কোরায়শি প্রমুখ ছিলেন আহলেহাদীস সালাফি ঘরানার অন্যতম মনীষী। বর্তমানে আহলেহাদীস সালাফিদের অসংখ্য আলেম ওলামা রয়েছেন।যেমন: ডঃআসাদুল্লাহ আল গালিব,মতিউর রহমান মাদানী,আঃরাজ্জাকবিনইউসুফ,মুজাফফর বিন মুহসিন,শহীদুল্লাহ খান মাদানী,আমানুল্লাহ ইসমাইল,ডঃমুহাম্মদ সাইফুল্লাহ,ডঃআবুবকর মুহাম্মদ যাকারিয়া,আকরামুজ্জামান বিন আব্দুস সালাম,ভারতের জারজিস আনসারি,ফাইয সৈয়দ,পাকিস্তানের মেরাজ রাব্বানী,তৌসিফুর রহমান,তালিব উর রহমান,যুবায়ের আলী যাঈ,ইবতিশাম ইলাহী যহির প্রমুখ।এদের সবাই ভালো নয়।অনেকেই বিতর্কিত।
Are All Salafis good? (Part 1)
মহানবী সাঃ বলেছেন, "আমার উম্মাহ৭৩দলে বিভক্ত হবে........ ৭২দল জাহান্নামী। " তাই ইতিহাসের পাতায় দেখি যে শিয়া থেকে শুরু করে অসংখ্য ফিরকার জন্ম হয়েছে। আমাদের এই উপমহাদেশেও অনেক ফিরকা আছে। অনেকে বলে যে,৭৩ ফিরকার হাদিসের কারণে মুসলমানরা কখনো এক হবে না। অনেকে নিজের দল/ফেরকা ছাড়া অন্য সবাইকে খারাপ মনে করে। তবে হ্যাঁ, শিয়া ও কাদিয়ানীরা পথভ্রষ্ট ফিরকা। আমাদের হানাফি মাজহাবেও ৫/৬টি দল উপদল দেখা যায়। তবে আমিসহ অনেকেই চায় যে মুসলমানদের ঐক্য হোক।আমরা বাংলাদেশে দেখিযে, আলীয়া,কওমি,তাবলীগি,চরমোনাই,ছারছীনা-ফুরফুরা-নেছারাবাদী,ফুলতলী-জৌনপুরী ইত্যাদি পীর মাশায়েখের অনুসারী, আহলেহাদিসসালাফি,বেরলভিরেজবী,জামাতে ইসলামী,হিজবুত তাহরীরপন্থী ইত্যাদি দল মতের মুসলমান আছে।আহলে হাদিসদের অনেক নাম আছে। যেমন: আহলেহাদিস,সালাফি,গায়রেমুকাল্লিদ,ওয়াহাবী,মাদখালী ইত্যাদি।৩বছর আগে ইন্টারনেটে শুনেছিলাম যে আহলেহাদিসরা নাকি ১৬৩দলে বিভক্ত। ওয়াহাবি,মাদখালী,হিজবিয়াহ,হাদ্দাদিয়াহ এই নামগুলো আহলেহাদিসদের বিপক্ষে ব্যবহৃত।আমাদের এই উপমহাদেশে আহলেহাদিসদেরকে অনেকে লা-মাযহাবী বলে।বাংলাদেশে আহলেহাদীছ আন্দোলন,জমঈয়তে আহলেহাদীস,আহলেহাদিস তাবলীগে ইসলাম,শুব্বানসহ মোট ২০টির মতো আহলেহাদিস সালাফি সংগঠন রয়েছে।তাদের সব সংগঠনের মতাদর্শ ভিন্ন ভিন্ন।
নওয়াব সিদ্দীক হাসান,ইবনে তাইমিয়া,আল শাওকানি,মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব,আব্দুল্লাহেল কাফী আল কোরায়শি প্রমুখ ছিলেন আহলেহাদীস সালাফি ঘরানার অন্যতম মনীষী। বর্তমানে আহলেহাদীস সালাফিদের অসংখ্য আলেম ওলামা রয়েছেন।যেমন: ডঃআসাদুল্লাহ আল গালিব,মতিউর রহমান মাদানী,আঃরাজ্জাকবিনইউসুফ,মুজাফফর বিন মুহসিন,শহীদুল্লাহ খান মাদানী,আমানুল্লাহ ইসমাইল,ডঃমুহাম্মদ সাইফুল্লাহ,ডঃআবুবকর মুহাম্মদ যাকারিয়া,আকরামুজ্জামান বিন আব্দুস সালাম,ভারতের জারজিস আনসারি,ফাইয সৈয়দ,পাকিস্তানের মেরাজ রাব্বানী,তৌসিফুর রহমান,তালিব উর রহমান,যুবায়ের আলী যাঈ,ইবতিশাম ইলাহী যহির প্রমুখ।এদের সবাই ভালো নয়।অনেকেই বিতর্কিত।
Comments
Post a Comment