Skip to main content

Posts

Showing posts from June, 2020

প্রকৃতপক্ষে মাদখালি কারা? Who Are Really Madkhalis?

প্রকৃতপক্ষে মাদখালি কারা? Who Are Really Madkhalis? মাদখালিয়াহ।এটি একটি নাম।তবে এ নামটা নেতিবাচক নাম। উপমহাদেশসহ সারা মুসলিম বিশ্বে এ নামটি আলোচিত সমালোচিত।মূলত এ নামটি সৌদি আরব ও আহলে হাদিস সালাফিদের উপর প্রয়োগ করা হয়ে থাকে। তবে মাদখালি কারা এটা নিয়ে অনেক প্রশ্ন ও সংশয় রয়েছে।১৯৯৪-৯৫সাল। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল্লাহ বিন বায এর মৃত্যুর দেড় বছর পরে মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোন একটা বিষয় নিয়ে হঠাৎ হইচই শুরু।মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে চার শ্রেণীর ছাত্র ভর্তির জন্য নির্বাচিত হয়। আহলে হাদিস সালাফি (এরা আবার দুই পক্ষ, ডঃ বারী ও ডঃ গালিব), জামায়াতে ইসলামী, দেওবন্দি কওমি এবং ছারছীনা/ফুরফুরা/নেছারাবাদীর মতো মতাদর্শের অনুসারীরা। তৎকালীন সময় মদিনা বিশ্ববিদ্যালয়ে মরহুম একে এম ইউসুফ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ছিল।ভারত,পাকিস্তান ও আফগানিস্তান থেকেও মদিনা বিশ্ববিদ্যালয়ে ৪-৫শ্রেনির শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্ধারিত হয়। হঠাৎ আহলে হাদিসদের ডাঃ বারী গ্রুপ দূর্বল হতে থাকে। সেই সময়ে এমন সব সালাফি শিক্ষার্থীরা মদিনা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে শুরু করে যারা নিজেদেরকে...

সব আহলেহাদিস সালাফিরা কি ভালো (শেষ পর্ব)

সব আহলেহাদিস সালাফিরা কি ভালো (শেষ পর্ব)  আহলেহাদিস সালাফিদের সাথে অনেক বিষয় নিয়ে মতভেদ ইখতেলাফ আছে। ১০-১২টি বিষয় নিয়ে তাদের সাথে বিতর্ক মতভেদ রয়েছে।নামাজে বুকে অথবা নাভীতে হাত বাধা,সুরা ফাতেহা শেষে আমিন জোরে অথবা আস্তে,রফুল ইয়াদায়িন,সম্মিল িত ও হাত উঠিয়ে দোয়া মোনাজাত,তারাবীর  নামাজের রাকাত,দুই ঈদের নামাজের তাকবীরসংখ্যা,শব ্দ করে জিকির করা ইত্যাদি বিষয়ে ইখতিলাফ পুরনো।কিছু আহলেহাদিস সালাফিরা হানাফিদের খারাপভাবে দেখে। এটা ঠিক না।আহলেহাদিস সালাফিদের অনেক প্রকাশনা ও মিডিয়া রয়েছে।সব সালাফিরা ভালো না।বিশেষকরে মতি দাম্মামী,আঃরাজ্ জাক বিন ইউসুফ, মুজাঃবিন মুহসিন, তওসিফুর রেহমান এরা হকপন্থী নয়।কেননা এরা ফিতনা ও বিভ্রান্তি সৃষ্টিকারী।অসংখ ্য আহলে হাদিসরা নিজদের ছাড়া বাকি সবাইকে খারাপ মনে করে। এটা সম্পূর্ণ খারাপ। আমাদের বাংলাদেশের অনেক আলেম উলামাগণ ২০১৩সাল থেকে আহলেহাদিসদেরকে লা মাযহাবী বলে আখ্যায়িত করছে।  এর কারণ মূলত অনেক আহলেহাদিসদের বিভ্রান্তিকর মানহাজ। যে সমস্ত আহলেহাদিস সালাফিরা হানাফিদের বিরুদ্ধে আজেবাজে কথা বলে না, ইখতিলাফি বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থাকে তারা সঠিক। সুতরাং আ...