প্রকৃতপক্ষে মাদখালি কারা? Who Are Really Madkhalis? মাদখালিয়াহ।এটি একটি নাম।তবে এ নামটা নেতিবাচক নাম। উপমহাদেশসহ সারা মুসলিম বিশ্বে এ নামটি আলোচিত সমালোচিত।মূলত এ নামটি সৌদি আরব ও আহলে হাদিস সালাফিদের উপর প্রয়োগ করা হয়ে থাকে। তবে মাদখালি কারা এটা নিয়ে অনেক প্রশ্ন ও সংশয় রয়েছে।১৯৯৪-৯৫সাল। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল্লাহ বিন বায এর মৃত্যুর দেড় বছর পরে মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোন একটা বিষয় নিয়ে হঠাৎ হইচই শুরু।মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে চার শ্রেণীর ছাত্র ভর্তির জন্য নির্বাচিত হয়। আহলে হাদিস সালাফি (এরা আবার দুই পক্ষ, ডঃ বারী ও ডঃ গালিব), জামায়াতে ইসলামী, দেওবন্দি কওমি এবং ছারছীনা/ফুরফুরা/নেছারাবাদীর মতো মতাদর্শের অনুসারীরা। তৎকালীন সময় মদিনা বিশ্ববিদ্যালয়ে মরহুম একে এম ইউসুফ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ছিল।ভারত,পাকিস্তান ও আফগানিস্তান থেকেও মদিনা বিশ্ববিদ্যালয়ে ৪-৫শ্রেনির শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্ধারিত হয়। হঠাৎ আহলে হাদিসদের ডাঃ বারী গ্রুপ দূর্বল হতে থাকে। সেই সময়ে এমন সব সালাফি শিক্ষার্থীরা মদিনা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে শুরু করে যারা নিজেদেরকে...