সব আহলেহাদিস সালাফিরা কি ভালো (শেষ পর্ব)
আহলেহাদিস সালাফিদের সাথে অনেক বিষয় নিয়ে মতভেদ ইখতেলাফ আছে। ১০-১২টি বিষয় নিয়ে তাদের সাথে বিতর্ক মতভেদ রয়েছে।নামাজে বুকে অথবা নাভীতে হাত বাধা,সুরা ফাতেহা শেষে আমিন জোরে অথবা আস্তে,রফুল ইয়াদায়িন,সম্মিল িত ও হাত উঠিয়ে দোয়া মোনাজাত,তারাবীর নামাজের রাকাত,দুই ঈদের নামাজের তাকবীরসংখ্যা,শব ্দ করে জিকির করা ইত্যাদি বিষয়ে ইখতিলাফ পুরনো।কিছু আহলেহাদিস সালাফিরা হানাফিদের খারাপভাবে দেখে। এটা ঠিক না।আহলেহাদিস সালাফিদের অনেক প্রকাশনা ও মিডিয়া রয়েছে।সব সালাফিরা ভালো না।বিশেষকরে মতি দাম্মামী,আঃরাজ্ জাক বিন ইউসুফ, মুজাঃবিন মুহসিন, তওসিফুর রেহমান এরা হকপন্থী নয়।কেননা এরা ফিতনা ও বিভ্রান্তি সৃষ্টিকারী।অসংখ ্য আহলে হাদিসরা নিজদের ছাড়া বাকি সবাইকে খারাপ মনে করে। এটা সম্পূর্ণ খারাপ। আমাদের বাংলাদেশের অনেক আলেম উলামাগণ ২০১৩সাল থেকে আহলেহাদিসদেরকে লা মাযহাবী বলে আখ্যায়িত করছে।
এর কারণ মূলত অনেক আহলেহাদিসদের বিভ্রান্তিকর মানহাজ। যে সমস্ত আহলেহাদিস সালাফিরা হানাফিদের বিরুদ্ধে আজেবাজে কথা বলে না, ইখতিলাফি বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থাকে তারা সঠিক। সুতরাং আহলে হাদিস সালাফিরা ভালো তবে সব আহলেহাদিস সালাফিরা ভালো নয়।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। (আমিন)
আহলেহাদিস সালাফিদের সাথে অনেক বিষয় নিয়ে মতভেদ ইখতেলাফ আছে। ১০-১২টি বিষয় নিয়ে তাদের সাথে বিতর্ক মতভেদ রয়েছে।নামাজে বুকে অথবা নাভীতে হাত বাধা,সুরা ফাতেহা শেষে আমিন জোরে অথবা আস্তে,রফুল ইয়াদায়িন,সম্মিল
এর কারণ মূলত অনেক আহলেহাদিসদের বিভ্রান্তিকর মানহাজ। যে সমস্ত আহলেহাদিস সালাফিরা হানাফিদের বিরুদ্ধে আজেবাজে কথা বলে না, ইখতিলাফি বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থাকে তারা সঠিক। সুতরাং আহলে হাদিস সালাফিরা ভালো তবে সব আহলেহাদিস সালাফিরা ভালো নয়।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। (আমিন)
Comments
Post a Comment