How The Shias/Shiites are divided শিয়ারা কিভাবে বিভক্ত হলো
Bismillahir rahmanir Rahim
এই পোস্টে শিয়াবাদের ইতিহাস ও শিয়ারা কয়ভাগে বিভক্ হলো এবিষয়ে কিছু কথা হবে
শিয়া মতবাদের ইতিহাস: মুসলিম দুনিয়ার মধ্যে অন্যতম দুটি শাখা হলো: সুন্নি বা আহলে সুন্নাহ এবং শিয়া। শিয়ারা পৃথিবীর ২৩ টি দেশে বসবাস করে। ইরান, ইরাক,লেবানন,ভারত,পাকিস্তান ও ইয়েমেনে শিয়াদের সংখ্যা অনেক দেখা যায়।বাংলাদেশের মতো দেশগুলোতে শিয়াদের সংখ্যা খুব কম। রাসুল সাঃ এর মৃত্যুর পরে হজরত আলী (রাঃ) এর সময়ে শিয়াদের উৎপত্তি হয়।হযরত আলী রাঃ এর মৃত্যুর কয়েক বছর আগে আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক জনৈক লোক এই শিয়া মতবাদ তৈরি করেন।হযরত হুসাইন(রাঃ) ও হযরত যায়নাব (রাঃ) এর মৃত্যুর কয়েকশ বছর পরে শিয়া মতবাদের বিস্তার ও ব্যাপকতা লাভ করে ।
Shiism is created by Abdullah ibn saba. Shiism get started in the time of caliphate of Ali(ra:). Shiism is spread and widespreaded after many hundred years of martyrdom of Imam Hussein (ra:) and zainab (ra:).
শিয়ারা পৃথিবীতে অনেক ভাগে বিভক্ত। কারও মতে শিয়ারা ৫-৭ভাগে বিভক্ত,কারও মতে শিয়ারা ১০-৩০ টি দল উপদলে বিভক্ত। হযরত আব্দুল কাদির জিলানী (রহঃ) তার গুনিয়াতুত তালেবীন কিতাবে বলেছেন যে, "শিয়ারা ৩৩দল উপদলে বিভক্ত "
শিয়ারা যেসব দল উপদলে বিভক্ত:
১.ইসনা আশারিয়া/জাফরীয়া/১২ইমামীয়/ইমামিয়া শিয়া
২.রাফেদি
৩.ইসমাইলি আগাখানি (তবে অনেকের মতে ইসমাইলিরা শিয়া নয়)
৪.নুসারি আলাবিয়া
৫.বোহরা (দাউদি,আলেবি,অন্যান্য বোহরা)
৬.যায়দিয়া হুথি
৭.কায়সানিয়াহ(এরা বিলুপ্তপ্রায়)
৮.ঘোলাত
৯.আলেভি (এরা তুরস্ক ও আজেরবাইজানে বসবাস করে)
আবার ১২ইমামীয়রা প্রধানত উসূলি ও আখবারী এই দুই ভাগে বিভক্ত৷ ১২ ইমামীয়দের মধ্যে বর্তমান মুসলিম বিশ্বে দুই পক্ষ আছে। প্রথম পক্ষ হলো :আয়তুল্লা খোমেনি ও সিস্তানি পন্থী বা নন-শিরাজী এবং অপরপক্ষ হলো আয়াতুল্লা সাদিক শিরাজী পন্থী যাদেরকে অনেকেই শিরাজীপন্থী বলে আখ্যায়িত করেছেন। ইসমাইলি আগাখনিরা হজরত জাফর আস সাদিক (রাঃ) এর পরে ইসমাইল ইবনে জাফর কে ইমাম মানে৷ইসমাইলি আগাখানিদের ৪৯ইমাম রয়েছে।যায়দিয়া হুথিদের মাঝে কোনো কুফরি আকিদা নাই। যায়দিয়া ছাড়া বাকী সব দল উপদলের অনেক ভ্রান্ত ও কুফরি আকিদা আছে৷
Shias are divided in many sects . Some people says that shiites are divided in 5-7 sects.Hazrat Abdul Qadir gilani (rah:) says that shiites are divided in 33 sects and groups.
Shiites are divided in which sects
1.Ithna Ashari/jafri/twelver shia
2.Rafidah shia
3.Ismaili Agakhani
4.Alawite/Nusayriah
5.Bohras
6.Zayyidi houthi
7.Ghulat
8.kaysaniah
9.Alevis(Lives in Turkey and Azerbaijan)
Twelver shiites have divided in Usooli and Akhbari two sects.Nowdays In Twelver Shiites There are two opinion:Shirazis and Non- shirazis(Khomeini,Khamenei,Sistani). Zayyidis have no any kuffar.Most of shiites have misguided aqeedah except zayyidis.
আল্লাহ আমাদেরকে সব ভ্রান্ত মতাদর্শ থেকে হেফাজত করুন আমিন। Allah save us from all deviant misguided sects.
Comments
Post a Comment