নামধারী সালাফীদের প্রতি চ্যালেঞ্জ রবিউল আউয়ালে মীলাদুন্নবী স্মারক অনুষ্ঠান ও কর্মতৎপরতা সম্পূর্ণ জায়েয ***** রবিউল আউয়ালে মীলাদুন্নবী صلى الله علي صاحبه স্মারক অনুষ্ঠান ও কর্মতৎপরতা সম্পূর্ণ জায়েয। হোক সেটা মীলাদুন নবী صلى الله علي صاحبه নামে অথবা সীরতুন নবী صلى الله علي صاحبها নামে। এ ব্যাপারে ওলামায়ে আযহার ও ওলামায়ে দেওবন্দসহ বিশ্বের ৯০% মুসলিম আলিম একমত পোষণ করেছেন। ছবিতে আল্লামা ইউসুফ কারজাভী (মিসর) ও আল্লামা ওয়াহবাহ আল-যুহাইলীসহ (সিরিয়া) আরব দুনিয়ার পাঁচজন শীর্ষস্থানীয় আলিমের বক্তব্য দেখুন। - সালাফী নামধারী যেসব লোক একে বিদআত বলছে, তারা স্ববিরোধী, সঙ্কীর্ণমনা, অল্পজ্ঞানী ও অবিবেচক। - প্রসঙ্গত, দিবস পালন তথা কোনো উত্তম কাজের মাধ্যমে কোনো দিনকে স্মরণ করার ধারণা মোটেই ইসলাম বিরোধী কোনো কাজ নয়। যারা এটির বিরোধিতা করে, তারা নিজেরাও অনেক সময় নানা দিবস পালন করে থাকে। বিশেষত আধুনিক সালাফীজমের উর্বরভূমি 'নজদ'র খারেজীমনা তাকফীরি সালাফীরাও দিবস পালন করে থাকে। সৌদি আরবের জাতীয় দিবসকে national day اليوم الوطني তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দিবস হিসেবে পালন করে। - বরকতময় রবি...