সাইয়্যেদা যাহরার শ্রেষ্ঠত্ব
-শেখ আহসান উদ্দিন
(এই কবিতা হযরত উম্মুল মুমিনীন সাইয়্যেদা ফাতিমা যাহরা রাঃ এর শানে লেখা।পুরুষ, মহিলা,সুন্নি,বেরলভি,শিয়া,আহলে হাদিস,ছোট, বড়,মুসলমান,হিন্দু,কাদিয়ানী,খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের [নাস্তিক বাদে]মানুষ, একটু পড়ে দেখার অনুরোধ)
একটি শ্রেষ্ঠ মনীষির সম্মানে আমার এই বাক্যগুলো
সেই শ্রেষ্ঠ মনীষি ছিলেন নবীজির সন্তান
তিনি উম্মুল মুমিনীন হযরত,
সাইয়্যেদা ফাতিমা যাহরা।
যার আদর্শ চরিত্র পুরুষ-মহিলা সবার কাছে শ্রেষ্ঠ।
সাইয়্যেদা ফাতিমা যাহরার জীবন
সেতো ছিল অনাড়ম্বর,সাধারণ জীবন।
যার বিবাহ আলী ইবনে আবুতালিবের সাথে হয়।
সাইয়্যেদা যাহরার এমন শ্রেষ্ঠত্,ব
যিনি প্রিয়নবী,নুরনবী(সাঃ)এর সম্মানে দাঁড়িয়ে যেতেন।
সাইয়্যিদা ফাতিমার নয়নমনী হাসনাইন কারীমাইন ও যায়নাব।
তাইতো সাইয়্যেদা যাহরা তিনি হলেন আহলে বায়ত।
তিনি উম্মুল মুমিনীন
যাকে সিদ্দিকে আকবর,ফারুকে আজমও সম্মান জানিয়েছেন।
সাইয়্যেদা যাহরার মৃত্যু আগুনে পুড়ে হয়নি,
বরং তার মৃত্যু সে তো স্বাভাবিক ছিল।
সাইয়্যেদা যাহরার প্রতি সকল মুমিনের সালাম রইল।
সাল্লাল্লাহু আলাইকা ওয়া সালামুল্লাহু আলাইকা ইয়া ফাতিমা ইয়া যাহরা(রাঃ)।
Comments
Post a Comment