কবিতা:হে প্রভু তুমি তাদের জান্নাত দিয়ো
লিখেছেন :শেখ আহসান উদ্দিন
(২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আসন্ন বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আমার একটা কবিতা)
হে প্রভু, তুমি তাদের জান্নাত দিয়ো
যারা ১৯৪৭সালে ব্রিটিশদের খেদাও করেছে উপমহাদেশে।
হে প্রভু,হে ইলাহী
যারা ব্রিটিশ খেদাও করেছিল তারা সবাই তোমার বান্দা।
হে প্রভু তুমি তাদের জান্নাত দিয়ো
যারা ১৯৫২সালে ঢাকার রাজপথে
মায়ের ভাষা রাষ্ট্রভাষা বাংলার জন্য হয়েছিলো শহীদ।
তাদের নিয়ত ছিল সঠিক,তারা কোন পাপের কাজ করেনি
হে প্রভু হে রহমান রহিম
যারা এই বাংলাদেশে রাষ্ট্রভাষা বাংলার জন্য শহিদ হয়েছিল
তারা সবাই তোমার বান্দা ছিল।
হে ইলাহী,তুমি তাদের জান্নাত দিয়ো
এই বাংলাদেশের সেই দামাল ছেলেরা যারা ১৯৬৯এর গণঅভ্যুত্থানে হয়েছিলো শহীদ।
হে প্রভু,তুমি তাদের জান্নাত দিয়ো,
যারা ১৯৭১এর দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে হয়েছিল শহীদ।
যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছিল।
তাদের নিয়ত ছিল সঠিক,
তারা কোনো পাপের কাজ করেনি।
হে প্রভু,হে ইলাহী
তারা তোমার বান্দা ছিল,তুমি তাদের কবুল করো।
হে প্রভু,তুমি তাকে জান্নাত দিয়ো
যিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন।
হে প্রভু, হে ইলাহি
তুমি তাকে কবুল করো।
হে প্রভু,তুমি তাদের জান্নাত দিয়ো
যারা এই বাংলাদেশে তোমার দ্বীন ইসলামের জন্য জীবনটা করেছে উৎসর্গ।
হে ইলাহি তুমি তাদের কবুল করো।
(ইয়া আরহামার রাহিমীন)।
Comments
Post a Comment