ফি. লি. স্তিনের জন্য দূর দেশের মুসলিম জনগণের কী করার আছে
মাওলানা আল্লামা উবায়দুর রহমান খান নদভী
আলামি খানাকাহ রহমানি ঢাকা সেন্টার
*ফি. লি. স্তিনের পরিস্থিতি নিজ অবস্থান থেকে নয়, তাদের কঠিন বাস্তবতার আলোকে দেখুন।
* তাদের কর্মকাণ্ড যুক্তি বুদ্ধির আলোকে নয়, নিরুপায় মুমিনের ঈমানী শক্তির আলোকে দেখুন।
*সর্বাত্মক সমর্থন দিন।
*নিজ রাষ্ট্র ও সরকারকে মজলুমের পক্ষে কূটনীতিকভাবে সক্রিয় থাকার আহবান জানান।
*নিন্দা প্রতিবাদ ও বিক্ষোভ করুন।
*জালিমের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন।
*ফি. লি. স্তিনের ইতিহাস, ই. স. রায়েলী আগ্রাসন ও প্রায় শতবর্ষী প্রতিরোধ সংগ্রাম সম্পর্কে পড়ুন, জানুন।
*ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা থাকলে বৈশ্বিক কার্যক্রমে অংশগ্রহণ করুন।
সাহায্য সহযোগিতা করুন।
*স্থানীয় ফি. লি. স্তিন দূতাবাসের কাছে সাহায্য পৌঁছে দিন।
*মজলুমের ভুল ধরার আগে জালেমকে শায়েস্তা করুন।
*বিশ্ব শান্তির জন্য হুমকি বর্বর সন্ত্রাসী নিমকহারাম বিষফোঁড়া জা. য়. ন. বাদী শক্তিটিকে পৃথিবীর সবাই মিলে শিকড়সহ উপড়ে ফেলার লক্ষ্যে সাধ্য মতো কাজ করুন।
*ওদের শ্রেষ্ঠত্বের বড়াই যে মিথ্যা, সেটি তাদের আচরণেই প্রমাণিত হচ্ছে, আপনিও সাধ্য মতো প্রোপাগান্ডা চালান।
*সবাই মিলে প্রতিবাদের আওয়াজ তুললে কোরআনের বর্ণনার মাকড়সার জালের মতোই জালেমের গর্বের রাজত্ব খানখান হয়ে পড়বে।
* কোরআন ও সীরাতুন্নবী সা. এর নির্দেশিত সমাধানের ওপর নজর দিন।
*সর্বান্তকরণে তওবা দোয়া কান্নাকাটির অস্ত্র চালিয়ে যান।
*'লা ইলাহা ইল্লা আনতা সুবহা
_নাকা ইন্নী কুনতু মিনায যোয়ালিমীন', অন্তর থেকে বেশি বেশি পড়ুন।
B
Comments
Post a Comment