কদিন আগেই গাল ভরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করলাম, ফিলিস্তিনের পক্ষে ভাল ভূমিকা রাখার কারণে। আর এখন তার শাসনকালেই অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিরোধী বয়কট ক্লজ বা বাংলাদেশী নাগরিকদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞাও তুলে দেয়া হলো নিরবে নিরবে।
অধিক শোকে পাথর হয়ে যায় মানুষ। খবরটি দেখার পর আমার অবস্থাও তেমন। খুবই জঘন্য কাজ হলো। নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না৷
ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেয়া মানে অবৈধ দখলদার হানাদার ইসরাইলী বাহিনীকে স্বীকৃতি দেয়ার প্রথম ধাপ৷
এতদিন গর্ব করতাম যে, আমাদের দেশের পাসপোর্টে লেখা "This passport is valid for all countries except Israel"
কিন্তু এখন থেকে ই-পাসপোর্টে সেটা আর থাকছে না৷ আফসোস।
সরকারের বিভিন্ন পদে উগ্র সেকুলার দুনিয়াপাগল কিছু মানুষ আছে আমরা জানি। ব্যবসায়ীক স্বার্থ খুঁজে এই লোকগুলো। ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে তারা দুনিয়া পেতে চায়। পাশের দেশেরও ইন্ধন থাকতে পারে। কারণ তারা তো ইসরায়েলের চামচা।
আরে দুর্বল ইমানের মুসলমান! আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল খরিদ করে নিয়েছেন।
"আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য। (৯ঃ১১১)
ইসরায়েলকে স্বীকৃতি না দেয়ার এই সিদ্ধান্তটি বাংলাদেশের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া। কাজেই এটা থেকে বের হয়ে আসা মানে তাঁকে অসম্মান করা।
অচিরেই এই ইসরাইল বয়কট ক্লজ আবার আমাদের পাসপোর্ট, এল সি ডকুমেন্টসহ সকল জায়গায় প্রতিস্থাপন করা হোক। আর না হয় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
#FreePalestine #FreeAlAqsa ❤️❤️
#Zionism ধ্বংস হোক।
কৃতঃ সৈয়দ গোলাম কিবরিয়া আযহারী
Comments
Post a Comment