সাইয়্যেদাহ ফাতিমা রাদিয়ালাল্লাহু ‘আনহা এর দাফন
প্রশ্ন:আহলুস সুন্নাহর মতানুসারে, সাইয়্যেদা ফাতিমা রদিয়াল্লাহু ‘আনহা রাসূলুল্লাহ সাঃ মৃত্যুর ছয় মাস পর ইন্তেকাল করেন।সাইয়্যেদিনা আবু বকর রাঃ রাসুলুল্লাহ সাঃ -এর ইন্তেকালের আড়াই বছর পর ইন্তেকাল করেন।সাইয়্যেদিনা ‘উমর রাঃ ২৬ জিলহজ, ২৪ হিজরীতে ইন্তেকাল করেন। এইভাবে, এই দুই জ্যোতিষ্ক রাওযায় সমাহিত হওয়ার কারণ কী ছিল, যদিও তারা রসূলুল্লাহ সাঃ -এর ইন্তেকালের অনেক পরে মারা গিয়েছিল? অন্যদিকে, রাসুলুল্লাহ সাঃ -এর একমাত্র জীবিত কন্যা, সাইয়্যেদা ফাতিমা রাঃ, সাইয়্যেদিনা হাসান এবং সাইয়্যেদিনা হুসাইন রদিয়াল্লাহু‘আনহুমার মাকে তার বাবার কবরের পাশে কবর দেওয়া হয়নি?সাইয়্যিদা ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা কি উইল করেছিলেন যে তার কবর তার বাবার কবর থেকে আলাদা হবে? অথবা, আলী রদিয়ালাল্লাহু‘আনহু কি সেই সময়ের সরকারের সাথে সংঘর্ষ করেছিলেন? বিপরীতভাবে,মুসলমানরা কি রাসূলুল্লাহ সাঃ এর প্রিয় কন্যাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে দাফন করতে দেয়নি?
উত্তর:
শিয়ারা তাদের পূর্বপুরুষদের মতো প্রতারণায় প্রভু। প্রবাদটি যায়:
একজন অলস দাবিদার দ্রুত সাক্ষী হয়ে থাকে।
সাইয়্যেদা ফাতিমা আল জাহরা(রাদিয়াল্লাহু আনহা) এর কাফন দেওয়া ও দাফন করা হয়েছে তার ইচ্ছা ও উইল অনুযায়ী।সাইয়্যিদিনা 'আলী, সাইয়্যেদিনা' আব্বাস, এবং অন্যান্য সাহাবা রদিয়ালাল্লাহু 'আনহুম তাঁর অসিয়ত অনুসারে এই সমস্ত কিছু পূরণ করেছেন। সাইয়্যেদাহ ফাতিমা (রাদ্বিয়াল্লাহু আনহা)থেকে বর্ণনাসমূহ অধ্যয়ন করুন যেমনটি তাবাকাত ইবনে সা'দ খন্ডে বর্ণিত হয়েছে। তার জীবনী থেকে :
"সাইয়্যেদা ফাতিমা রাদিয়াল্লাহু ‘আনহা ছিলেন প্রথম নারী যার জন্য পর্দা করা বিয়ার তৈরি করা হয়েছিল। এটি তৈরী করেছেন সাইয়্যেদাহ আসমা বিনতে ‘উমাইস রাদিয়াল্লাহু‘ আনহা, সাইয়্যেদিনা আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহুর স্ত্রী। (সাইয়্যেদিনা ইবনে ‘আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত) সাইয়্যিদা ফাতিমা রদিয়াল্লাহু‘ আনহার জানাযার সালাতের নেতৃত্ব দিয়েছিলেন সাইয়্যেদিনা ‘আব্বাস ইবনে‘ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যেদিনা ‘আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যেদিনা ‘আলী রাদিয়াল্লাহু‘ আনহু, এবং সাইয়্যেদিনা আবুল ফাজল ইবনে ‘আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে কবরে নামিয়ে দেন। (সাইয়্যেদিনা ‘আমর রাদিয়াল্লাহু‘ আনহু দ্বারা বর্ণিত) সাইয়্যেদিনা ‘আলী রাদিয়াল্লাহু‘ আনহু, সাইয়্যেদিনা ‘আব্বাস রাদিয়াল্লাহু‘ আনহু এবং সাইয়্যেদিনা ফাজল রদিয়াল্লাহু ‘আনহু সাইয়্যেদাহ ফাতিমা রাদিয়া ল্লাহু‘ আনহা এর কবরে গেলেন। (সাইয়্যেদাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বারা বর্ণিত) সাইয়্যিদা ফাতিমা রদিয়াল্লাহু ‘আনহার জানাযার নামাজ সাইয়্যেদিনা‘ আলী রাদিয়াল্লাহু ‘আনহু দ্বারা সম্পাদিত হয়েছিল। (সাইয়্যেদিনা ‘উরওয়াহ রদিয়া লাহু‘ আনহু দ্বারা বর্ণিত) সাইয়্যেদিনা আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু সাইয়্যেদা ফাতিমা রাদিয়া ল্লাহু‘ আনহার সালাত আল জানাযার নেতৃত্ব/ইমামতি দেন। (শাবী কর্তৃক বর্ণিত) সাইয়্যেদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাইয়্যেদা ফাতিমা রাদিয়াল্লাহু ‘আনহার সালাত আল জানাযার নেতৃত্ব দেন এবং তিনি চারটি তাকবীর পাঠ করেন। (ইব্রাহিম নাখাই কর্তৃক বর্ণিত) সাইয়্যেদিনা ‘আলী রাদিয়াল্লাহু‘ আনহু রাতে সাইয়্যেদাহ ফাতিমা রাদিয়া ল্লাহু ‘আনহাকে কবর দেন। (যুহরী বর্ণিত)
Comments
Post a Comment