আমার কাছে কদিন আগে হোয়াটসঅ্যাপে একটা ফোন আসল। তাকিয়ে দেখি ভারতীয় নাম্বার। রিসিভ করলাম। ওপাশ থেকে এক ভাই বলল, "হুজুর আমি আপনার ছাত্র!"
আমি তো আকাশ থেকে পড়লাম। বললাম, আপনি তো ভারত থেকে। আমার ছাত্র কিভাবে হলেন? সে বলল, হুজুর আপনারা Azhar Academy - Bd এর যতগুলো কোর্স করাচ্ছেন, সবগুলো কোর্স আমি করছি। আপনাকে ও শায়খ সাইফুল আজম আজহারী সাহেবকে আমার খুব ভালো লাগে।
পরে মনে পড়ল, আরে তাই তো! আমাদের কোর্সে তো অনেক ভারতীয় মুসলমান ভাই-বোনও আছেন।
সে বলল, হুজুর! আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিয়েছি।
আমি বললাম, বলুন।
তিনি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে।
সে বলল, হুজুর আপনারা যখন ওয়াজ করেন তখন কী দয়া করে একটা বিষয়ের উপর গুরুত্ব দেবেন বেশি করে?
আমি জিজ্ঞেস করলাম, কোন বিষয়?
সে বলল, বাংলাদেশের উলামায়ে কেরাম বক্তারা যেন ভারতের বিরুদ্ধে উসকানীমূলক কিছু না বলেন। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানীমূলক কিছু যেন না বলেন।
আমি বললাম, আলহামদুলিল্লাহ আমি তো এ ব্যাপারে সবাইকে সতর্ক করার চেষ্টা করি।
সে বলল, জ্বী হুজুর আপনি ও কয়েকজন এটা করেন। কিন্তু অনেকেই ভারতের বিরুদ্ধে ও হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে উসকানীমূলক কথাবার্তা বলেন ওয়াজের মঞ্চে। আর যখনই কেউ বাংলাদেশে এমন করে তখনি এখানে ভারতে আমরা মুসলমানদের উপর হিন্দুদের অত্যাচার শুরু হয়ে যায়। আমরা যেসব গ্রামে মেজরিটি সেসব গ্রামে তেমন কিছু করতে পারে না তারা। কিন্তু যেসব গ্রামে মুসলমানদের সংখ্যা কম সেসব গ্রামে মুসলমানদের উপর খুব অত্যাচার হয় এসব বিষয় নিয়ে।
দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললাম, আমি আপনার ম্যাসেজটা সবার কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ।
আমরা যখনি কিছু বলি, আমাদের ৩০ কোটি মুসলমান ভাই-বোন ভারতে আছেন সেটা মাথায় রেখে যেন বলি। যাই করি, আমাদের ৩০ কোটি মুসলমান ভাই-বোন ভারতে আছেন সেটা মাথায় রেখে যেন করি।
ত্রিপুরায় মুসলিমদের বাড়ীঘর ও মসজিদে উগ্রবাদী সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওখানে অবশ্য হামলার জন্য বেদ, গীতা কিংবা গদা অজুহাতের প্রয়োজন হয়নি। আর এস এস ও বিজেপির উগ্রবাদীদের কোন অজুহাত লাগে না মুসলমানদের উপর হামলা করতে।
ভারতের ৩০ কোটি মুসলিমের কথা মনে ছিল না? বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করবেন আর আশা করবেন ভারতের মুসলিমদের জামাই আদর করবে ওখানের হিন্দুরা? এখানে তোমরা ইতর, ওখানে ওরা ইতর। মানুষ হও। ওরাও মানুষ হবে।
কৃতঃ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী
Comments
Post a Comment