ছোটবেলায় যখন আমার বয়স ৬ থেকে ৮/৯ বছর (তখন ২০০৮-২০১২ সাল) ছিল তখন আমার বাসায় টেলিভিশন বা টিভিতে দিনে বা রাতে কিছু টিভি চ্যানেলে একধরনের গান সংগীত গীতিকবিতা সম্প্রচার হতে দেখতাম। অনেক বাংলাদেশী টিভি চ্যানেলে,পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেল পিটিভিসহ সেদেশের অনেক টিভি চ্যানেলে বিশেষত জনপ্রিয় ধর্মীয় টিভি চ্যানেল ARY QTV তে একদল মুসলমানরা ঢোল,দফ,হারমোনিয়াম জাতীয় বাদ্য সহকারে উর্দু,হিন্দি,পাঞ্জাবী,ফার্সি এমনকি আরবীতেও ইসলাম ধর্মের পক্ষে,আল্লাহ ও তার রাসূল সাঃ এর প্রশংসায়,ইসলামের প্রথম চার খলিফা ও নবী পরিবার বা আহলেবায়তের প্রশংসায়,হযরত আব্দুল কাদের জিলানী রহঃ,জালাল উদ্দিন রুমী,খাজা মুইনুদ্দিন চিশতী রহঃ,নিজামুদ্দিন আউলিয়া রহঃ সহ আউলিয়ায়ে কিরাম বা আল্লাহর ওলীদের প্রশংসায় কিছু গজল গীতিকবিতা গাইছে ।তখন আস্তে আস্তে এই ৬-৯ বছর বয়সের মধ্যে আমার বাবা মা ও পরিবারের অনেক আত্মীয়স্বজনের মাধ্যমে জানতে পেরেছি এটাকে কাওয়ালি বলে। জ্বি আমি এই কাওয়ালীর প্রসঙ্গেই বলছি।একে আবার "সামা " বা মাহফিলে সেমাও বলে।যখন স্কুল জীবনে ৫ম-৮ম শ্রেণীর ছাত্র ছিলাম তখন জানতে পেরেছি এটা সুফি সংগীত সাহিত্যের অন্যতম অংশ৷ ঢাক...