পাকিস্তানের বর্তমান অবস্থা প্রসঙ্গ
পাকিস্তান। এশিয়ার অন্যতম দেশ,দক্ষিণ এশিয়ার অন্যতম রাষ্ট্র।পাকিস্তানের আশেপাশে ভারত আফগানিস্তান ও ইরানের সীমান্ত রয়েছে। বিশ্বের অন্যান্য দেশ ও জাতির মতো তাদেরও অনেক সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য ছিল। খোলাফায়ে রাশেদীন ও উমাইয়া শাসনামলে পাকিস্তানে ইসলাম এসেছিল। ১৯৪৭ এর আগ পর্যন্ত পাকিস্তান ব্রিটিশ শাসিত ভারতের অন্তর্ভুক্ত ছিল। পরে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন সময়ে গোটা ঔপনিবেশিক শাসনের কালপর্বে বিশেষ আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির দরুন মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে উপমহাদেশের মুসলমানেরা একটি নিজস্ব রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা ভাবতে শুরু করে। কিন্তু কংগ্রেস দেশবিভাগের সকল প্রস্তাবের বিরোধিতা করে এবং একটি শক্তিশালী কেন্দ্র ও দায়িত্বশীল সংসদীয় সরকার ব্যবস্থার প্রতি সমর্থন জানায়। ১৯৪০ সাল থেকে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন ক্রমেই জোরদার হয়ে উঠছিল। তবে এটা নিয়েও উপমহাদেশের মুসলমানদের বা মুসলিমদের মধ্যে বিভক্তির জন্ম হয়। উপমহাদেশের একপক্ষ মুসলিমরা চেয়েছিল যেন দেশভাগ না হয়ে কংগ্রেসের সিদ্ধান্তের প্রতি অটল অবিচল থাকতে। অপর পক্ষ মুসলিমরা চেয়েছে যেন অখন্ড ভারত না হয়ে যেন ভারত থেকে পৃথক হয়ে একটা রাষ্ট্রের জন্ম নেয়।
পরে সেটাই হয়েছিল। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীন হয় ও ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়, উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশের সমাপ্তি হয়। পাকিস্তান আবার দুইভাগ হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তান। বাংলা ভূখন্ড যায় পূর্ব পাকিস্তানে আর সিন্ধ করাচী লাহোর বেলুচিস্তান যায় পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানে ০৭ টি নৃতাত্বিক জাতি গোষ্ঠী আছে তা হল
বেলুচি
সিন্ধি
পাঞ্জাবী
পশতুন/পাঠান
মুহাজির
কাশ্মিরী
হাজারা
Comments
Post a Comment