Skip to main content

টিপ বিতর্ক থেকে শামসুদ্দিন মানিকের কথিত গণকমিশন ও সিলেটের বন্যা প্রসঙ্গ।

 টিপ বিতর্ক থেকে শামসুদ্দিন মানিকের কথিত গণকমিশন ও সিলেটের বন্যা প্রসঙ্গ। 


বাংলাদেশে একেক সমস্যা একেক বিষয় নিয়ে গণমাধ্যমে ও অনলাইনে অফলাইনে হম্বিতম্বি কথাবার্তা শোনা যায়,এক প্রসঙ্গ ইস্যু যেতে না যেতেই অপর প্রসঙ্গ ইস্যু শুরু হয়, আগেরটা ঢেকে যায়। গত দুই তিন বছর এরকম অনেকগুলো ইস্যু প্রসঙ্গ বাংলাদেশে এসেছিল। 


২০১৯ সালে কাদিয়ানী ইজতেমা জলসা ইস্যু,১৫ জন আলেম বক্তা ইস্যু,হিজরী মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক,হেজবুত তাওহীদের প্রভাব,অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বলৎকার,কাগতিয়া রেজভী ও রাজারবাগী ইস্যু,রিফাত শরীফ কান্ড,ইসকন বিতর্ক,প্রিয়া সাহা ইস্যু,পেয়াজ বিতর্ক,ক্যাসিনো কান্ড,গুজব আতঙ্ক,আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বিতর্ক,স্বাধীনতা যুদ্ধে রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের তালিকা নিয়ে বিতর্ক ইত্যাদি ইস্যু,২০২০ সালে ওয়াজ মাহফিল ও মিজানুর রহমান আজহারী বিতর্ক,শরিয়ত সরকার বয়াতীর গ্রেফতার ও বাউল বয়াতী বিভ্রান্তি বিতর্ক,স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষ,ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরের পক্ষে বিপক্ষে বিতর্ক ও পরে কোভিড ১৯ এর কারণে সফর বাতিল,বাংলাদেশে করোনা ভাইরাস কোভিড ১৯ এর আক্রমন হানা ও দেশে লকডাউন,বেরলভীপন্থী দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বা বাংঃ ইঃ ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান কর্তৃক আপত্তিকর বিভ্রান্তিকর বক্তব্য লেখনী নিয়ে অনলাইনে অফলাইনে বিতর্ক,কওমী মাদ্রাসা বাদে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও অনলাইন ক্লাস,সিনহা খালেদ ক্রসফায়ার হত্যাকাণ্ড,হাটহাজারী জামেয়া মুঈনুল ইসলাম মাদ্রাসার অভ্যন্তরীণ সংকট বিতর্ক ও বাংলাদেশের অন্যতম আলেম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু,বেরলভী আলেম মুফতি আলাউদ্দিন জেহাদীর গ্রেফতার ও পরে জামিনে মুক্তি,ধর্ষণবিরোধী আন্দোলন,নারীবাদী আগ্রাসন ও ৭১ টিভি ইস্যু, ফ্রান্সে নবী সাঃ এর অবমাননার প্রতিবাদে আন্দোলন,হেফাজতে ইসলাম সংগঠনের কমিটি বিতর্ক ও দ্বিখন্ডিতকরণ,ফরিদপুরের সালথায় আহলে হাদিস সালাফি মুসলিমদের মসজিদ মাদ্রাসায় একদল হানাফী আশআরীদের হামলা ভাঙচুর,বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক,২০২১ সালে করোনার ভ্যাক্সিন টিকা,ইভ্যালি কেলেঙ্কারি,আল-জাজিরা টিভির ডকুমেন্টরি বিতর্ক,ধর্মীয় সম্মেলন  বা ওয়াজ মাহফিলে বাধা ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ অনেক আলেম উলামা, ওয়ায়েজ, ধর্মীয় নেতা ব্যক্তিদের উপর হামলা,মোদি বিরোধী আন্দোলন বিক্ষোভ ও ২৬-২৮ মার্চের ঘটনা পরিস্থিতি,মামুনুল হক রিসোর্ট বিতর্ক,হেফাজতে ইসলামের শীর্ষ নেতা সহ অনেক নেতা ও অনেক কওমী আলেমদের বিরুদ্ধে অনেক অভিযোগে মামলা ও গ্রেফতার  এবং হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্তিকরণ,মানহাজী প্রভাব বিতর্ক,করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট ও বিধিনিষেধাজ্ঞা, ফিলিস্তিনে ইসরাইলী হামলায় বাংলাদেশের প্রতিক্রিয়া, পাসপোর্টের শব্দ বিতর্ক, জনৈক অভিনেত্রী কেলেঙ্কারি, সিআরবি ইস্যু, আফগানিস্তানে তালেবানদের পুনঃউত্থান ও তাদের ক্ষমতায় আসা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া, শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা কলেজ পুনরায় চালু হওয়া, কুমিল্লায় হিন্দুদের এক পূজামণ্ডপে কুরআন অপমান এবং এটিকে কেন্দ্র করে চট্টগ্রাম ও রংপুরসহ অনেক জেলায় উত্তেজনা ও সাম্প্রদায়িক  হামলা সহিংসতা,সাবেক প্রতিমন্ত্রী ডঃ মুরাদ বিতর্ক,স্কুল কলেজে বিদায়ী অনুষ্ঠান ও র‍্যাগ ডে ইস্যু,সৌদি আরবে প্রচলিত তাবলীগি জামাত এর বিপক্ষে জুমার খুতবায় বাংলাদেশের প্রতিক্রিয়া ও বিটকয়েন ইস্যু ইত্যাদি ইস্যু নিয়ে অনেক কথাবার্তা আলোচনা সমালোচনা শোনা গিয়েছিল। এর মধ্যে এক ইস্যু যেতে না যেতেই আরেক ইস্যুর শুরু হয়েছিল, যাতে আগের অনেক ইস্যুই আড়াল হয়ে গিয়েছিল। 


সম্প্রতি ২০২২ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে অনেক ইস্যু নিয়ে কথাবার্তা আলোচনা শুনতে দেখা গিয়েছে,বছরের শুরুর দিকে থার্টি-ফাস্ট নাইট ইংরেজি নববর্ষের আতশবাজি ও ফানুস থেকে সৃষ্ট দূর্ঘটনা

Comments

Popular posts from this blog

কাশফুল মাহযুব Kashful mahzub pdf

বিসমিল্লাহির রাহমানির রাহীম কাশফুল মাহযুব হল হযরত দাতা বখশ হাজভেরী রহঃ এর অন্যতম গ্রন্থ । এর বাংলা হল মারেফতের মর্মকথা । বাংলায় প্রকাশ করা হয়েছে রশিদ বুক হাউজ । মূল বইটি ফারসি ভাষায় লিখিত । download this book in bangla : kashful mahzoob in bangla Kashful mahzoob is a book which is written by data ali hazveri rh.  Kashful Mahjoob  was originally written in Persian language by Hazrat Daata Ganj Bakhsh Ali Hajveri but then translated into many other languages as well including Urdu. Complete name of Hazrat Daata Sahab is ‘Abul Hassan Ali Ibn Usman al-Jullabi al-Hajveri al-Ghaznawi’. The book is a master piece in Islamic Sufi genre. Daata Ali Hajveri has written many books but this book has become a symbol in Sufi books. A famous saying about this book is ‘if you want to find a true murshad (spiritual guider) for you then read this book and you will definitely find one’. Download in english   https://ia601901.us.archive.org/21/items/KashfulMahjoobEn/KashfulMah...

নিলামে ফিলিস্তিন ( যেভাবে ফিলিস্তিন ঔপনিবেশিক শক্তির নিকট বিক্রি হয়ে যায়) ইয়াসির আরাফাত হিন্দী আশআরীর লেখনী (১ম পর্ব)

  বিংশ শতাব্দীর গোড়ার দিকে আন্তর্জাতিক রাজনীতিতে বিরাট এক পরিবর্তন আসে। ১৯১৮ খ্রিষ্টাব্দে খলিফাতুল মুসলিমিন সুলতান আবদুল হামিদ খান আস-সানির অপসারণের পর উসমানি সাম্রাজ্য অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে পড়ে খিলাফতের সীমারেখা। এরপর ১৯২৩ খ্রিষ্টাব্দের মুসলিম জাহানের সর্বশেষ খিলাফত উসমানি খিলাফতের পতনের সঙ্গে সঙ্গে মুসলিমবিশ্বের মানচিত্র সম্পূর্ণরূপে বদলে যায়। ইউরোপ সীমান্ত থেকে নিয়ে দক্ষিণপূর্ব এশিয়া জুড়ে সুবিস্তৃত মুসলিম খিলাফত ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র স্বশাসিত রাষ্ট্রে পরিণত হয়। আরব জাহান পরিণত হয় ব্রিটিশ অথবা ফ্রেঞ্চ কলোনিতে। ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে মুসলিম সাম্রাজ্য। পিতৃহারা কৃশকায় সন্তান যেমন ভবলেশহীন জনাকীর্ণ পথের এদিক-সেদিক ঘুরে বেড়ায়, মানুষের দুয়ারে ভিক্ষা করে বেড়ায়, তেমনি খলিফা নামক মাথার ছাতাটি সরে যাওয়ার ফলে মুসলিম উম্মাহ পিতৃহারা ও দিকভ্রান্ত হয়ে পড়ে। সেই মোক্ষম সুযোগের সদ্ব্যবহার করে শত্রুরা তাদের ওপর আক্রমণ করতে শুরু করে, ঠিক যেমনভাবে ক্ষুধার্ত পশুরা খাদ্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। এখন আর মুসলিমদের পাশে দাঁড়ানোর মতো কেউ রইল না। আরব ও মুসলিম বিশ্বকে দাস...

মীলাদুন্নাবী (সা:) ও মিলাদ-কিয়ামের পক্ষে -বিপক্ষে দলিল ভিত্তিক বইসমূহ Books about mawlid and milaad

 মিলাদের বিপক্ষে ও পক্ষে দলিল ভিত্তিক বই সমূহ Books about mawlid and meelad আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছ।আমরা অনেকে একটা বিষয়ে অনেক কিছু বলি। এটা নিয়ে অনেক কিতাব,ওয়াজ ও বাহাস হয়েছে। সে বিষয়টি হল মিলাদুন্নবী ও মিলাদ-কেয়াম।আমরা অনেকে এটার পক্ষে, অনেকে এটার বিপক্ষে। সেই বিষয়ে  আমরা অনেকে বলি এটি বিদাত।এই বিষয়ে কিছু কিতাবের pdf দেয়া হল মিলাদের পক্ষে : ১.মিলাদুন্নবী ও মিলাদ মাহফিল (নাইমুল ইহসান বারাকাতি,Barakati publication) Download ২.কুরআন হাদিসের আলোকে মিলাদ-কিয়ামের অকাট্য দলিল(মুস্তফা হামিদি,ছারছীনা) http://www.mediafire.com/file/ntw372p7138k142/ ৩.বসন্তের প্রভাত (আমিরে আহলেসুন্নাত, ইলিয়াস আত্তার কাদেরি,মাকতাবাতুল মদীনা) Download ৪.সিরাজুম মুনিরা(আমিমুল ইহসান রাহ:) download ৫.মৌলুদের মাহফিল ও কিয়াম(আলভী আল মালেকি আল মাক্কি রাহ:) download ৬.বারাহিনুল কাতিয়া ফি আমালিল মাওলিদ(কারামত আলী জৈনপুরী [রাহঃ] ৭. মু মুলাখখাছ-মাওলানা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি download ৮.হাকীকতে মুহম্মদী মীলাদে আহমদী https://drive.googl...