রাজধানী ঢাকার সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সীরাতুন্নবী সাঃ সেমিনার অনুষ্ঠিত
আহসান শেখ
গত পহেলা অক্টোবর ২০২২ (০৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি) শনিবার জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ এর উদ্যোগে রাজধানী ঢাকার সূত্রাপুরে অবস্থিত সূত্রাপুর কমিউনিটি সেন্টারে এক সীরাতুন্নবী সাঃ সেমিনার ও সীরাতুন্নবী সাঃ মাহফিল অনুষ্ঠিত। যা জেনারেল শিক্ষিত,স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের জন্যে আয়োজিত হয়। এই অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের অন্যতম সংবাদপত্র দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশের অন্যতম মাসিক ইসলামী পত্রিকা ম্যাগাজিন মাসিক নেয়ামতের উপদেষ্টা সম্পাদক আল্লামা উবায়দুর রহমান খান নদভী। ফরিদাবাদ জামেয়ার আল্লামা আব্দুল কুদ্দুস এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই। ঢাকার কয়েকটি ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। সীরাত সেমিনার বিকাল তিনটায় শুরু হবার কথা থাকলেও আধাঘন্টা দেরীতে বিকাল সাড়ে তিনটায় শুরু হয়। কুরআন তিলাওয়াত ও হামদ নাত নাশিদের মাধ্যমে সেমিনার শুরু হয়।
পরে জাতীয় সীরাত কমিটির মহাসচিব মুফতী মুজিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। সেখানে তিনি সীরাতে মুস্তফা সাঃ মাহফিল আয়োজন ও সীরাতুন্নবী সাঃ সংক্রান্ত কিতাব বই পড়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে মুফতী আহসান শরীফের মাধ্যমে বিশেষ প্রবন্ধ পাঠ করা হয়। পরে বিকাল ৪:৩০ এ আসরের আযান ও নামাজ হয়। নামাজের পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সেখানে সীরাত কমিটির মুফতী ইমাদুদ্দীন,সিটি করপোরেশন এর ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন ও ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ইমন। পরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব,আলেম,লেখক মাওলানা আলী হাসান তৈয়ব। আলী হাসান তৈয়ব এর বক্তব্য শেষে রাসূল সাঃ এর হিজরতের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট আলেম,সাহিত্যিক আল্লামা ইয়াহইয়া ইউসুফ নদভী। এরপরে মাগরীবের নামাজের পরে কবি মুসা বিন হাফিজ,বরেন্য আলেম আল্লামা শরীফ মুহাম্মদ,মাওলানা রশীদ আহমাদ,বিশিষ্ট সাহিত্যিক মুহাম্মদ যাইনুল আবিদীন,হুমায়ুন আইয়ুব বক্তব্য দেন। আল্লামা আব্দুল কুদ্দুসের পক্ষ হতে লিখিত বক্তব্য দেন মাওলানা মনজুর হাসান জুবায়ের। পরে প্রধান আলোচক আল্লামা উবায়দুর রহমান নদভীর গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে এই সেমিনার অনুষ্ঠান সমাপ্ত হয়।
Comments
Post a Comment