শিয়া ও নব্য শিয়াদের বিভ্রান্তির জবাব : হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শানে কোন হাদিস বর্ণিত হয় নি?? (Hadith on Muawiyah Ra:)
#হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শানে কোন হাদিস বর্ণিত হয় নি?????
--✍ মুহাম্মদ গিয়াস উদ্দিন
==================
হযরত সাইয়্যিদুনা #মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামার দুআ-
أخرج الإمام البخاري بسند صحيح في " التاريخ الكبير " : (5/240) : عن أبي مسهر ، حدثنا سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن ( الصحابي عبد الرحمن ) بن أبي عميرة قال : قال النبي صلى الله عليه وسلم لمعاوية : ( اللهم اجعلهُ هاديًا مهديًا ، واهده واهد به ) .
#ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত হাদিস বর্ণনাকারীদের জীবনী গ্রন্থ "তারিখে কবিরে" সহিহ সনদে বর্ণনা করেন, আল্লাহর রাছূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর
জন্য দুআ স্বরূপ বলেন, "হে আল্লাহ্! আপনি তাকে (মুয়াবিয়াকে) হিদায়তকারী ও হিদায়তপ্রাপ্ত করে দিন এবং তার দ্বারা (মানুষকে) হিদায়ত দান করুন।"
#হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের এই দুআ অসংখ্য ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, ফক্বীহ, ও ইতিহাসবিদ আপন আপন গ্রন্থে বর্ণনা করেছেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জন্য দুআ সংক্রান্ত এই হাদিসখানা যে সমস্ত অনুসরণীয় ব্যক্তিত্বগণ বর্ণনা করেছেন, তাদের কিছু হাওলা নিচে বর্ণিত হলো।
⭐50টি কিতাবের রেফারেন্স দেওয়া হল।
👉 ইমাম বুখারি- আত তারিখুল কবির, 5 খন্ড 640 পৃষ্ঠা, হাদিস নং-791।
👉 ইমাম ইবনে সা'দ- আততবাক্বাতুল কুবরা, 7 খন্ড 292 পৃষ্ঠা, হাদিস নং- 3746।
👉 ইমাম আহমদ বিন হাম্বল- আল-মুসনাদ, 29 খন্ড 426 পৃষ্ঠা, হাদিস নং-1789।
👉ইমাম ইবনে আবু খায়সামা- আত তারিখুল কবির, 1খন্ড 349 পৃষ্ঠা।
👉 ইমাম তিরমিযি- সুনানুত তিরমিযি, 5 খন্ড 687 পৃষ্ঠা, হাদিস নং- 3842।
👉 ইমাম ইবনে আবু আসিম- আল আহাদ ওয়াল মাসানি, 2 খন্ড 358, হাদিস নং-1129।
👉 ইমাম ইবনে খাল্লাল- আস সুন্নাহ, 2 খন্ড 450 পৃষ্ঠা, হাদিস নং- 697-699।
👉 ইমাম বাগওয়ী- মু'জামুস সাহাবা, 2 খন্ড 146 পৃষ্ঠা ।
👉 ইমাম ত্ববারানি- আল মু'জামুল আউসাত, 1 খন্ড 205 পৃষ্ঠা, হাদিস নং- 656।
👉 ইমাম ত্ববারানি- মুসনাদুস শামিয়্যিন, 1 খন্ড 181 পৃষ্ঠা, হাদিস নং-311।
👉 ইমাম আজরি- আশ শরিয়াহ, 5 খন্ড 2436 পৃষ্ঠা, হাদিস নং- 1915।
👉 ইমাম শায়খ ইস্পাহানি- ত্ববাকাতুল মুহাদ্দিসিন, 3 খন্ড 343 পৃষ্ঠা।
👉 মুহাম্মদ বিন আব্দুল্লাহ দাক্বাক বাগদাদি- আল ফাওয়ায়িদুল মুনতাক্বা, 211 পৃষ্ঠা, হাদিস নং- 452
👉 ইমাম আবু নুআয়ম আল ইস্পাহানি- তারিখে ইস্পাহান, 221 পৃষ্ঠা।
👉 ইমাম আবু নুআয়ম আল ইস্পাহানি- মা'রিফাতুস সাহাবা, 4 খন্ড 1836 পৃষ্ঠা, হাদিস নং 4634।
👉 ইমাম আবু নুআয়ম আল ইস্পাহানি- হিলয়াতুল আউলিয়া, 8 খন্ড 358 পৃষ্ঠা।
👉 ইমাম খতিবে বাগদাদি- তারিখে বাগদাদ, 1 খন্ড 407-408 পৃষ্ঠা।
👉 ইমাম খতিবে বাগদাদি- তালখিসুল মুতাশাবিহ, 1 খন্ড 405-406 পৃষ্ঠা।
👉 ইমাম খতিবে বাগদাদি- তালি তালখিসুল মুতাশাবিহ, 2 খন্ড 539 পৃষ্ঠা, হাদিস নং- 328।
👉 ক্বরশি- আল হুজ্জাহ, 2খন্ড 404 পৃষ্ঠা, হাদিস নং- 379।
👉 ইমাম ইবনে আসাকির- তারিখে ইবনে আসাকির, 59 খন্ড 80-83 পৃষ্ঠা।
👉 ইমাম ইবনে খররাত- আল আহকামুশ শরইয়্যাতিল কুবরা, 4 খন্ড 428 পৃষ্ঠা।
👉 ইবনে আসির- জামিউল উসূল, 9 খন্ড 107 পৃষ্ঠা।
👉 ইমাম ইবনে আসির- উসদুল গাবাহ, 4 খন্ড 155 পৃষ্ঠা, হাদিস নং- 4985।
👉 ইমাম আন নাওয়াওয়ী- তাহযিবুল আসমা ওয়াল লুগাত, 2 খন্ড 104 পৃষ্ঠা।
👉 ইমাম খতিবে তিবরিযি- মিশকাতুল মাসাবিহ, 3 খন্ড 1748 পৃষ্ঠা, হাদিস নং 6244।
👉 ইমাম মিযযি- তাহযিবুল কামাল, 17 খন্ড 327 পৃষ্ঠা।
👉 ইমাম যাহাবি- সিয়ারু আ'লামিন নুবালা, 3 খন্ড 125-126 পৃষ্ঠা।
👉 ইমাম যাহাবি- মু'জামুশ শুয়ুখিল কাবির, 1 খন্ড 155 পৃষ্ঠা।
👉 ইমাম যাহাবি- তারিখুল ইসলাম, 4 খন্ড 301 পৃষ্ঠা।
👉 ইমাম যাহাবি- তালখিসুল ইলালিল মুতানাহিয়াহ লি ইবনে জাউযি, 93 পৃষ্ঠা, হাদিস নং 225।
👉 ইমাম খলিল ইবনে আইবেক আস সাফাদি- আল ওয়াফি বিল ওয়াফায়াত, 18 খন্ড 124 পৃষ্ঠা।
👉 ইমাম ইবনে কাছির- জামিউল মাসানিদ, 5 খন্ড 536 পৃষ্ঠা।
👉 ইমাম ইবনে কাছির- আল বিদায়া ওয়ান নিহায়া, 8 খন্ড 129 পৃষ্ঠা।
👉 ইমাম ইবনে হাজার আসকালানি- ইতহাফুল মাহারাহ, 10 খন্ড 625 পৃষ্ঠা, হাদিস নং- 13513।
👉ইমাম ইবনে হাজার আসকালানি- ইতরাফুল মুসনিদিল মু'তালি, 4 খন্ড 268, হাদিস নং- 5869।
👉 ইমাম সুয়ূতি- তারিখুল খুলাফা, 152 পৃষ্ঠা।
👉 ইমাম সুয়ূতি- তাতহিরুল জিনান, 388 পৃষ্ঠা।
👉 ইমাম আলকাঈ- শারহু উসূলি ই'তিক্বাদি আহলিস সুন্নাহ, 8 খন্ড 1441 পৃষ্ঠা, হাদিস নং- 6778।
👉 ইমাম ইবনুল জাউযি- আল ইলালুল মুতানাহিয়াহ, 674 পৃষ্ঠা, হাদিস নং- 447।
👉 ইমাম যুরকানি- আল আবাতিল, 1খন্ড 193 পৃষ্ঠা।
👉 ইমাম ইবনে হাজার হায়তামি- আস সাওয়ায়িকুল মুহরিকা- 310 পৃষ্ঠা।
👉 ইমাম ইবনে ইরাকি আল কিনানি- তানযিহুশ শারিয়াহ আল মারফুআহ, 2খন্ড 8 পৃষ্ঠা, হাদিস নং- 12।
👉 ইমাম আল ইসামি- সামতুন নুজুমিল আওয়ালি, 3 খন্ড 155 পৃষ্ঠা।
👉 ইমাম তিবি- শারহুত তিবি আলা মিশকাতিল মাসাবিহ, 12 খন্ড 3948 পৃষ্ঠা, হাদিস নং- 6244।
👉 ইমাম মুল্লা আলী ক্বারী- মিরক্বাতুল মাফাতিহ, 9 খন্ড 4022 পৃষ্ঠা, হাদিস নং- 6244।
👉 ইমাম আব্দুল আযিয ফারহারাওয়ি- আন নাহিয়াহ আন তা'নি আমিরিল মু'মিনিন মুআওয়ীআহ, 15 পৃষ্ঠা।
👉 ইমাম হালাবি- সিরাতে হালাবিয়াহ, 3 খন্ড 136 পৃষ্ঠা।
👉 ইমাম মুজাদ্দিদে আলফেছানি- মাকতুবাতে ইমামে রব্বানি, দফতর -1, ভাগ- 4, 1খন্ড 58 পৃষ্ঠা, মাকতুবা-215।
👉 ইমাম শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী- ইযালাতুল খাপা, 1খন্ড 571-572 পৃষ্ঠা।
এ ছাড়াও আরো অসংখ্য ইমাম হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফযিলত হিসেবে আপন কিতাবে বর্ণনা করেছেন।
💥হাদিসটির তাখরিজ করেছেন, আল্লামা ফয়েয আহমদ চিশতি।
Comments
Post a Comment