প্রসঙ্গ: সাহরি ও ইফতারে ডাকাডাকি ও তোপধ্বনি এবং ঢাকার মজান ও ঈদের কাসিদা এর ঐতিহ্য -আহসান উদ্দিন ⚫ রমজানের কোন একদিন পুরান ঢাকার কোনো এক এলাকায় রাত তিনটার দিকে রাস্তায় উচ্চশব্দে কিছু লোক উর্দু ও বাংলাতে বলছে " ওঠো, রাত তিন বাজ গাইয়্যি হ্যায়,আল্লাহ নবী কে পেয়ারো সাহরী কর"। অনেক বিল্ডিংয়ের মানুষ ঘুম থেকে উঠলো। ⚫কাতার অথবা বাহরাইনের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে রমজান মাগরীবের আযানের আগে একটা দূর্গ থেকে তোপধ্বনির দৃশ্য সম্প্রচার করছে। ⚫ঢাকায় এক এলাকাতে রমজানের এক দিন। ইফতারের সময় হয়ে গেল। মসজিদে মাগরিবের আযান দেয়ার ৫ সেকেন্ড আগেই হঠাৎ সাইরেন ধ্বনি বাজল। উপরোক্ত উদাহরণগুলো দিলাম এখানে। অনেকেই জানেই না এই তিনটা দ্বারা কি কি বোঝায়। অনেকের কাছে উপরোক্ত জিনিসগুলো নতুন। হ্যাঁ অনেকের কাছেই এইগুলা নতুন। আমি বলছি রমজান মাসে সাহরীর সময়ের ডাকাডাকি কাসিদা ও ইফতারের সময় সাইরেন/তোপধ্বনি বিষয়ে। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এটা একটা অন্যতম সংস্কৃতিও বটে তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসবের পক্ষে বিপক্ষে অনেক কথা শোনা যায়৷ সাহরিতে ডাকাডাকি করাটা বাংলাদেশ ভারত পাকিস্ত...