#মির্যা_গোলাম আহমদ কাদিয়ানির মিথ্যা নবুওয়াত ও ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে #ইমাম_আহমদ রেযা খাঁন মুহাদ্দিসে বেরেলি রাহিমাহুল্লাহ লিখিত #চারটি গুরুত্বপূর্ণ বই
======================
১| جَزَاءُ اﷲِ عَدُوِّہ بِاٰبَائِه ختم النبُوَّۃِ
"#জাযাউল্লাহি আদুওয়িহ বি আবায়িহি খাতমিন নুবুওওয়্যাহ"
এই বইটি ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহ 1317 হিজরি মুতাবিক 1898 সালে লিখেন। এতে আকিদায়ে খতমে নবুওয়াতের উপর 120টি হাদিস শরিফ এবং খতমে নবুওয়াত অস্বীকারকারী ব্যক্তিদের কাফের সাব্যস্ত করে প্রথমসারির ত্রিশজন সন্মানিত ইমামের বক্তব্য কোড করেছেন।
২| السوء والعقاب علی المسیح الکذاب
"#আসসূউ ওয়াল ইক্বাব আলাল মাসিহিদ কাজ্জাব"
এটি 1901 সালে লিখিত। ইমামের কাছে প্রশ্ন করা হয়েছিল যে, কোন ব্যক্তি মুসলিম থেকে মির্যায়ি তথা কাদিয়ানি হয়ে গেলে তার স্ত্রী তার আক্বদে থাকবে কিনা? এই প্রশ্নের উত্তরে ইমাম আহমদ রেযা খাঁন রাহমাতুল্লাহি আলাইহি 'দশটি' উপযুক্ত কারণে মির্যা গোলাম আহমদকে কাফির সাব্যস্ত করে হাদিসে পাক ও শরয়ি দলিলের আলোকে প্রমাণ করেছেন, সুন্নি মুসলিম রমণীর বিয়ে ঐ ব্যক্তির সাথে ভঙ্গ হয়ে যাবে।
৩| قهرالدیان علی فرقة بقادیان
"#খাহরুদ্দাইয়্যান আলা ফিরকাতি বি কাদইয়ান"
এটি 1904 সালে লিখিত। এই বইয়ে কাদিয়ানের মিথ্যা 'মসিহ' হওয়ার দাবিদার গোলাম কাদিয়ানির শয়তানি ইলহাম, তার কিতাবের কুফরি সমূহ এবং সাইয়্যিদুনা ইসা মসিহ আলাইহিস সালাম ও উনার পুতঃপবিত্র আম্মা সাইয়্যিদাহ মারইয়াম আলাইহাস সালামের পবিত্রতা ও উনার মর্যাদা সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
৪| المبین ختم النبین
"#আল মুবিন খাতমিন নাবিয়্যিন"
1907 সালে একটি প্রশ্ন এসেছিল যে, خاتم النبيين বাক্যাংশে 'আন নবিয়্যিন শব্দে 'আলিফ লামটি الف لام استعراقي নাকি -الف لام عهد خارجي
ইমাম আলা হযরত অসংখ্য দলিলের ভিত্তিতে প্রমাণ করেছেন উক্ত আলিফ লামটি 'ইস্তিগরাক'র জন্য ব্যবহৃত হয়েছে- আর এটির অস্বীকারকারী 'কাফের'।
৫| الجراز الدیان علی المرتد القادیان
"#আল জূরাদ্দাইয়্যান আলাল মুরতাদ্দিল কাদিয়ান"
এটি ইমাম আহমদ রেযা খাঁন মুহাদ্দিসে বেরলি 1921 ইন্তেকালের কিছুদিন পূর্বে রচনা করেন আর এটি ইমামের জীবনের শেষ লেখা।
💥 الصارم الربانی علی اسراف القادیانی
"#আসসারিমুর রাব্বানি আলা ইসরাফিল কাদিয়ানি"
এই রিসালাটি ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহর সাহেবযাদাহ হুজ্জাতুল ইসলাম, আল্লামা হামিদ রেযা রাহিমাহুল্লাহ 1896 সালে লিখেন। এতে সাইয়্যিদুনা ইসা আলাইহিস সালামের 'জীবিত' হওয়ার বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয় এবং মিথ্যাবাদি মির্যা কাদিয়ানির 'মাসিলে ইসা' হওয়ার মিথ্যা দাবির বিস্তারিত খন্ডন করা হয়।
Comments
Post a Comment