Skip to main content

Posts

Showing posts from April, 2023

ব্রাহ্মণবাড়িয়ায়_ইসলামী_বক্তার_জিব্বা_কেটে_দেওয়ার_নেপথ্যে

 ব্রাহ্মণবাড়িয়ায়_ইসলামী_বক্তার_জিব্বা_কেটে_দেওয়ার_নেপথ্যে !!!! ––রাজিফুল হাসান গত কদিন যাবত অনলাইনে আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল কিছু সন্ত্রাসী দুর্বৃত্ত কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা জনাব শরিফুল ইসলাম নুরীর জিব্বা কেটে দেওয়া প্রসঙ্গটি। ঘটনাটি ঘটেছে গত ৪ মার্চ আনুমানিক রাত ১১:৩০ টায়। ঘটনাটির স্থান ছিল আজমপুর এলাকায়। মূলত বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের দৌলতবাড়ি দরবার শরীফ হতে ওয়াজ শেষে ফেরার পথে ঘটনাটি ঘটে। দুঃখজনক হলেও সত্য যে, আমার গ্রামের বাড়ি সিঙ্গারবিল ইউনিয়নে এবং যে স্থানে ঘটনাটি ঘটেছে তার দূরত্বও আমার বাড়ি থেকে ৩ কিলোমিটারের বেশি হবেনা। আমাদের সিঙ্গারবিল ইউনিয়নে একটিই বড় দরবার আছে, যা দৌলতবাড়ি দরবার নামে পরিচিত। দৌলতবাড়ি দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ বাহাউদ্দিন আহমেদ, যিনি পীর হিসেবে লোকজনকে মুরিদ করাতেন। তার ওফাতের পর ওনার দুই ছেলে যথাক্রমে সৈয়দ শাহাদাত হোসেন এবং সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ পিতার সিলসিলাকে জারি রেখে দরবারের প্রতিনিধিত্ব চালিয়ে যান। ওনারা দুজনই লোকদের মুরিদ করাতেন। অর্থাৎ দুজনই পীর ছিলেন। আর তাই দৌলতবাড়ী নামে একটি দরবার থাক...

প্রসঙ্গ: সাহরি ও ইফতারে ডাকাডাকি ও তোপধ্বনি এবং ঢাকার মজান ও ঈদের কাসিদা এর ঐতিহ্য (শেষ পর্ব)

  তবে আহলে হাদিস সালাফিরা এগুলোর ব্যাপারে আপত্তি করে একে বিদাত আখ্যায়িত করেছেন। তারা বলে সাহরির সময়ে মসজিদে তাহাজ্জুদের আযান বা সাহরির আযান দেওয়া উচিৎ কেননা এটা হাদিস এবং অধিকাংশ আলেম উলামা  দ্বারা প্রমাণিত। বুখারীর হাদিস নং ৬২১,আযান অধ্যায়, হাদিস নং ৬১৭,ফাতহুল বারী,২/১৩৮ এর দলিল দিয়ে সাহরির আযান বা তাহাজ্জুদের আযান এবং ফজরের আযান অর্থাৎ দুটো আযান দেওয়া অনেক উলামায়ে কিরামদের নিকট বৈধ তবে ইমামসাউরী, আবু হানীফা রহঃ এবং মুহাম্মদ এর বিপরীত মত ব্যক্ত করেন। অতঃপর এ নিয়ে উলামাদের ইখতিলাফ আছে। তবে ফজরের আযান দেয়া অবশ্যই উচিৎ।  অনেকের মতে এই ডাকাডাকিকে শব্দদূষণ মনে করেন,এই ডাকাডাকিতে অসুবিধার অভিযোগ শোনা যায়।  ইন্দোনেশিয়া,মালয়েশিয়া ও ব্রুনেইয়ে এই কাসিদা ডাকাডাকি দেখা যায় যেখানে অনেকে  সাহুর সাহুর Sahur Sahur বলে ডাকাডাকি করে।কোথাও কোথাও অস্থির বিব্রতকর পন্থায়,কোথাও কোথাও ঢাকঢোল  ও সানাই বাজায়। সেখানে কোনো কোনো জায়গায় বেডুগ Bedug নামক লম্বা ঢোল পিটিয়ে ডাকাডাকি করতে দেখা যায়। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নাজরান,দাম্মাম সহ গুটিকয়েক এলাকায়,সংযুক্ত আরব আমিরাত এর অনেক জায়গায়,ব...