ব্রাহ্মণবাড়িয়ায়_ইসলামী_বক্তার_জিব্বা_কেটে_দেওয়ার_নেপথ্যে !!!! ––রাজিফুল হাসান গত কদিন যাবত অনলাইনে আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল কিছু সন্ত্রাসী দুর্বৃত্ত কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা জনাব শরিফুল ইসলাম নুরীর জিব্বা কেটে দেওয়া প্রসঙ্গটি। ঘটনাটি ঘটেছে গত ৪ মার্চ আনুমানিক রাত ১১:৩০ টায়। ঘটনাটির স্থান ছিল আজমপুর এলাকায়। মূলত বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের দৌলতবাড়ি দরবার শরীফ হতে ওয়াজ শেষে ফেরার পথে ঘটনাটি ঘটে। দুঃখজনক হলেও সত্য যে, আমার গ্রামের বাড়ি সিঙ্গারবিল ইউনিয়নে এবং যে স্থানে ঘটনাটি ঘটেছে তার দূরত্বও আমার বাড়ি থেকে ৩ কিলোমিটারের বেশি হবেনা। আমাদের সিঙ্গারবিল ইউনিয়নে একটিই বড় দরবার আছে, যা দৌলতবাড়ি দরবার নামে পরিচিত। দৌলতবাড়ি দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ বাহাউদ্দিন আহমেদ, যিনি পীর হিসেবে লোকজনকে মুরিদ করাতেন। তার ওফাতের পর ওনার দুই ছেলে যথাক্রমে সৈয়দ শাহাদাত হোসেন এবং সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ পিতার সিলসিলাকে জারি রেখে দরবারের প্রতিনিধিত্ব চালিয়ে যান। ওনারা দুজনই লোকদের মুরিদ করাতেন। অর্থাৎ দুজনই পীর ছিলেন। আর তাই দৌলতবাড়ী নামে একটি দরবার থাক...