স্যার_সৈয়দ_আহমাদ_খাঁন_আলীগড়ী_সম্পর্কে_ফুরফুরাদের_অবস্থান★
____________________________
সর্বপ্রথম আমরা যেটা জানবো তা হলো জাল হাদীস প্রতিরোধ করার জন্য সমস্ত পৃথিবীর উলামাগণের সাথেসাথে ভারতীয় আলিমগণ ও বহু কিতাব লিখেছেন।
কিন্তুু বাংলার আল্লামা আবু জাফার সিদ্দিকী ফুরফুরাবী(আলাইহির_রহমা) হুজুরের 'আল-মাউযূআত' গ্রন্থ উর্দু ভাষায় সর্বপ্রথম লেখা তাঁর কিতাব।
যেটা বেশীরভাগ বাংলার আলিম,উলামার কাছে প্রায় অপরিচিত হয়ে আছে।বাঙ্গালী আলিমের লিখিত এ জাল হাদীসের কিতাব এশিয়া মহাদেশের সর্বপ্রথম গ্রন্থ এটি।
১৪ সাদীর মুজাদ্দিদ শামসুল আরেফিন,হুজ্জাতুল ইসলাম সৈয়্যদুনা ইমাম আবুবকর সিদ্দিকী ফুরফুরাবী(রাদীঃআনহু)হুজুরের মেজ সাহেবজাদা ফখরুল ফুক্বাহা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা আবু জাফার সিদ্দিকী ফুরফুরাবী (রাহিমাহুল্লাহ)তাঁর লিখিত উর্দু কিতাব 'আল-মাউযূআত' গ্রন্থে(ﺳﺮ ﺳﯿﺪ ﺍﺣﻤﺪ ﺧﺎﻥ)স্যার সৈয়দ আহমাদ খাঁন আলিগাড়ী সম্পর্কে তিনি লিখেছেন-
[অনুবাদ-সাউদ সিদ্দিকী]
"স্যার সৈয়দ আহমাদের লেখা তাহযিবুল আখলাক,নূরুল আফাক,আকমালুল আখইয়ার,ইমদাদুল আফাক,এই সমস্ত কিতাব পাঠ করা জায়েয নয়।এগুলির মধ্যে আকীদা বিরোধী বক্তব্য বিদ্যামান।নেচারিযম মতবাদগুলি এগুলির মধ্যে পাওয়া যাই"।
('আল-মাউযুআত'/পৃষ্ঠা ১১৪/৩২)
স্যার সৈয়দ আহমদ আলীগড়ীর মতাদর্শ (স্ক্যান পেইজ):
১. আদম আঃ ও ইবলিসের কাহিনী নিয়ে তার বক্তব্য
তার রচিত তাফসীর গ্রন্থ হতে
Comments
Post a Comment