জানা, না থাকলে,জানার চেষ্টা করুন। তবুও, নাই বলে নিজের মুর্খতাকে প্রকাশ করা থেকে বিরত থাকুন!! ইসলামী শরীয়তের মুলনীতি হল, কোন বিষয় সম্পর্কে পরিস্কারভাবে না জেনে তা প্রচার করা ব্যক্তি মিথ্যুক হবার জন্য এরকম কাজই যথেষ্ট। আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ [٤٩:٦] মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও। - সূরা হুজুরাত-৬ অযথা মানুষকে হয়রানী করবেন না।প্রতিহিংসার দাবানলে প্রজ্জলিত হয়ে, না জেনে সরল মনা মুসলমানদের কোথায় নিমজ্জিত করছেন? একটু ভাবুন। না জানার মত গুড়ামী পরিহার করে আসুন জেনে নেই। ঈদে মীলাদুন্নবী ﷺ অস্বীকার করতে গিয়ে কিছু সম্প্রদায় বলে থাকে ‘ দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নাই! নাউযুবিল্লাহ !! যারা বলে দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নাই, তারা কুরআন-হাদীস অ...