আমি এই লেখাটি গতবছর ২০১৮ সালের আগস্ট মাসে লিখেছিলাম। "আগস্ট মাস।যে মাস আমাদের বাঙালি জাতির জীবনে শোকের মাস।১৯৭৫ সালে যে মাসের ১৫তারিখে ফযরের আজানের সময় আমাদের দেশের জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানকে কে হত্যা করেছিল কিছুবিপথগামী ও কুচক্রী সৈন্যরা। আবার অনেকে বলে কুচক্রী সৈন্যসদস্যদের পাশাপাশি জাসদের কিছু নেতারাও বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত। বাাংলাদেশের মানুষের কাছে একটি কালো দিবস পেতে হয়েছে।১৯৭৫ এর পর তৎকালীন শাসকদের কাছে এটি আনন্দ দিবস ছিল।তখন অনেকে জানত না যে ১৫আগস্ট একটি কালো দিবস।আস্তে আস্তে জিয়াউর রহমানের পতন হল,এরশাদ ক্ষমতায় এল। তখনও শোক দিবস পালনে বাধা ছিল।১৯৯০এর সময় এরশাদের পতন হল এবাং ফের বিএনপি ক্ষমতায় এল। তখনও শোক দিবস হত তবে এর কোন সরকারি ছুটি থাকত না। ১৯৯৬সালে শেখ হাসিনার মাধ্যমে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসল এবাং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে ঘোষনা করল। তখন থেকেই প্রতিবছর বাাংলাদেশের মানুষকে ১৫আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করতে হচ্ছে। ২০০১ সালে ফের যখন বিএনপি ক্ষমতায় এল তখন ১৫আগস্টের শোক দিবসের সরকারি ছুটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ১৯৯৬ থেকে যখন ...