কবরপন্থা ☗ মুসলিমরা মারা গেলে কবর দেয়া হয়। তারা বারযাখের জীবনে দুনিয়ার কর্মের ফলস্বরূপ নিজ নিজ অবস্থায় থাকে। নবী-রাসূল ও শহীদরা বিশেষ সুরতে রিযিকপ্রাপ্ত হন, জীবিত রুহের সম্মানপ্রাপ্ত হন। মৃতের জন্য দুয়া করতেও কবরকে উদ্দেশ্য করা জরুরি কিছু নয়। আল্লাহ্র কাছে মাগফিরাত কামনা করলেই হয়। কবর ইসলামে কোন মুখ্য বিষয় নয়, কবরকে অসম্মান করা যেমন নিষিদ্ধ, তেমনি কবরকে উদ্দেশ্যে বা কেন্দ্র করে কিছু করাও নিষিদ্ধ। আমরা হাদিসে দেখি- ⌂ জাবির (রা) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন. [সহি মুসলিম ২১১৪; জানাযা অধ্যায়] ⌂ আবুল হাইয়্যাজ আল আসাদী (র) থেকে বর্ণিতঃ তিনি বলেন, ‘আলী (রাঃ) বলেন, আমি কি তোমাকে এমনভাবে পাঠাব না, যে কাজে , রাসূলুল্লাহ(ﷺ) আমাকে পাঠিয়েছিলেন? তা হচ্ছে কোন (জীবের) প্রতিকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ-বিচূর্ণ করে দিবে এবং কোন উচূ কবর দেখলে তা ভেঙ্গে দিবে [মুসলিম ২১১২; তিরমীযি ১০৪৯] মোটকথা, ইসলামের শরিয়াত হচ্ছে, কবরকে কেন্দ্র করে সাজসজ্জা,ঘরবাড়ি, আখড়া, ইবাদতের স্থান ইত্যাদি বানানো যাবে না, বরং কবর সমান রাখাই রাস...