কবিতা: কাশ্মির ও আরাকানের কান্না
লেখক: শেখ আহসান উদ্দিন।
(এই কবিতা গত ০৯আগস্টে লেখা)
দুটি ভূখণ্ড, একটি কাশ্মীর আরেকটি আরাকান
একটি ভারত ও পাকিস্তান অংশে
আরেকটি মিয়ানমার অংশে।
দুটি দেশ অঞ্চলের অধিকাংশ মানুষ মুসলিম।
দুই ভূখণ্ডে আজ অবস্থা নাই ভালো।
দুই ভূখণ্ডে আজ চলছে নির্যাতন নিপীড়ন ও গণহত্যা।
জন্ম থেকেই শুনেছি যে,
কাশ্মীরীদের উপর ভারতীয় বাহিনী চালাচ্ছে নির্যাতন,
তাদের সুখ কেটে ফেলছে।
সেই ১৯৪৭ থেকে তাদের উপর অত্যাচার ও যুদ্ধ চলছে।
আবার যখন আমি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তাম, তখন দেখেছি শুনেছি মায়ানমারের রোহিঙ্গা মুসলিম দের উপর গণহত্যা।
অনেক বছর পরপর আরাকানের মুসলমানদের উপর বার্মার রক্ষীবাহিনী চালাচ্ছে নির্যাতন।
সেই আরাকানের মুসলমানরা যারা সাড়ে তিনশ বছর শাসন করেছে,
তারাই আজ হয়েছে নিপীড়িত।
২০১৭সাল থেকে তারা আজ ক্যাম্পে আশ্রয়ে।
কাশ্মীরের মানুষ আজ কতই অসহায়,
আবার রোহিঙ্গাদেরও সেই একই হাল।
আজ তাদের উভয়ের মনে রয়েছে কান্না।
আমরাও আছি কাশ্মিরী ও রোহিঙ্গাদের পক্ষে৷
কাশ্মীর ও রোহিঙ্গার মানুষদের উপর আল্লাহ ছাড়া আর কেউ বাচাতে পারে না।
আজ তাদের মনের মধ্যে স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা আছে৷
বিশ্ব মুসলিম এক হচ্ছে আজ,
সব জালিম অপশক্তি ধ্বংস করে মুক্ত করো কাশ্মির ও আরাকান।
লেখক: শেখ আহসান উদ্দিন।
(এই কবিতা গত ০৯আগস্টে লেখা)
দুটি ভূখণ্ড, একটি কাশ্মীর আরেকটি আরাকান
একটি ভারত ও পাকিস্তান অংশে
আরেকটি মিয়ানমার অংশে।
দুটি দেশ অঞ্চলের অধিকাংশ মানুষ মুসলিম।
দুই ভূখণ্ডে আজ অবস্থা নাই ভালো।
দুই ভূখণ্ডে আজ চলছে নির্যাতন নিপীড়ন ও গণহত্যা।
জন্ম থেকেই শুনেছি যে,
কাশ্মীরীদের উপর ভারতীয় বাহিনী চালাচ্ছে নির্যাতন,
তাদের সুখ কেটে ফেলছে।
সেই ১৯৪৭ থেকে তাদের উপর অত্যাচার ও যুদ্ধ চলছে।
আবার যখন আমি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তাম, তখন দেখেছি শুনেছি মায়ানমারের রোহিঙ্গা মুসলিম দের উপর গণহত্যা।
অনেক বছর পরপর আরাকানের মুসলমানদের উপর বার্মার রক্ষীবাহিনী চালাচ্ছে নির্যাতন।
সেই আরাকানের মুসলমানরা যারা সাড়ে তিনশ বছর শাসন করেছে,
তারাই আজ হয়েছে নিপীড়িত।
২০১৭সাল থেকে তারা আজ ক্যাম্পে আশ্রয়ে।
কাশ্মীরের মানুষ আজ কতই অসহায়,
আবার রোহিঙ্গাদেরও সেই একই হাল।
আজ তাদের উভয়ের মনে রয়েছে কান্না।
আমরাও আছি কাশ্মিরী ও রোহিঙ্গাদের পক্ষে৷
কাশ্মীর ও রোহিঙ্গার মানুষদের উপর আল্লাহ ছাড়া আর কেউ বাচাতে পারে না।
আজ তাদের মনের মধ্যে স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা আছে৷
বিশ্ব মুসলিম এক হচ্ছে আজ,
সব জালিম অপশক্তি ধ্বংস করে মুক্ত করো কাশ্মির ও আরাকান।
Comments
Post a Comment