সব আহলেহাদিস সালাফিরা কি ভালো? Are All Salafis good? (Part 1) মহানবী সাঃ বলেছেন, "আমার উম্মাহ৭৩দলে বিভক্ত হবে........ ৭২দল জাহান্নামী। " তাই ইতিহাসের পাতায় দেখি যে শিয়া থেকে শুরু করে অসংখ্য ফিরকার জন্ম হয়েছে। আমাদের এই উপমহাদেশেও অনেক ফিরকা আছে। অনেকে বলে যে,৭৩ ফিরকার হাদিসের কারণে মুসলমানরা কখনো এক হবে না। অনেকে নিজের দল/ফেরকা ছাড়া অন্য সবাইকে খারাপ মনে করে। তবে হ্যাঁ, শিয়া ও কাদিয়ানীরা পথভ্রষ্ট ফিরকা। আমাদের হানাফি মাজহাবেও ৫/৬টি দল উপদল দেখা যায়। তবে আমিসহ অনেকেই চায় যে মুসলমানদের ঐক্য হোক।আমরা বাংলাদেশে দেখিযে, আলীয়া,কওমি,তাবলীগি,চরমোনাই,ছারছীনা-ফুরফুরা-নেছারাবাদী,ফুলতলী-জৌনপুরী ইত্যাদি পীর মাশায়েখের অনুসারী, আহলেহাদিসসালাফি,বেরলভিরেজবী,জামাতে ইসলামী,হিজবুত তাহরীরপন্থী ইত্যাদি দল মতের মুসলমান আছে।আহলে হাদিসদের অনেক নাম আছে। যেমন: আহলেহাদিস,সালাফি,গায়রেমুকাল্লিদ,ওয়াহাবী,মাদখালী ইত্যাদি।৩বছর আগে ইন্টারনেটে শুনেছিলাম যে আহলেহাদিসরা নাকি ১৬৩দলে বিভক্ত। ওয়াহাবি,মাদখালী,হিজবিয়াহ,হাদ্দাদিয়াহ এই নামগুলো আহলেহাদিসদের বিপক্ষে ব্যবহৃত।আমাদের এই উপমহাদেশে আহলেহাদিসদেরকে অনেকে...