হে ইলাহী, আমাদের ক্ষমা করো
লেখক:শেখ আহসান উদ্দিন
হে ইলাহী, রহমান, রহিম
তোমার কাছে আমরা ক্ষমা চাই।
তুমি আমাদের মাফ করো,
ক্ষমা করো হে ইলাহী।
হে ইলাহী,
আরব-আজম সব মুসলিম দেশকে হেফাজত করো।
হে ইলাহী,
তুমি আমাদের সাহায্য কর।
হে ইলাহী, আমাদেরকে সাহায্য কর।
হে ইলাহী, আমাদেরকে ক্ষমা করো
সব বালামুসিবত থেকে।
হে রাব্বুল আলামীন
তুমি আমাদেরকে সকল দুর্যোগ, মহামারি থেকে রক্ষা করো।
হে ইলাহী, তোমার কাছে আমার দোয়া
তুমি আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করো।
আমাদের ক্ষমা করো হে ইলাহী (আল্লাহ)।
রোজ হাশরের ময়দানে,
প্রিয়নবীজি(সাঃ) এর শাফায়াত দান করো হে ইলাহী।
দয়া করো আমাদের প্রতি হে রহমান ও রহিম
রহম করো আমাদের প্রতি হে ইলাহী।
লেখক:শেখ আহসান উদ্দিন
হে ইলাহী, রহমান, রহিম
তোমার কাছে আমরা ক্ষমা চাই।
তুমি আমাদের মাফ করো,
ক্ষমা করো হে ইলাহী।
হে ইলাহী,
আরব-আজম সব মুসলিম দেশকে হেফাজত করো।
হে ইলাহী,
তুমি আমাদের সাহায্য কর।
হে ইলাহী, আমাদেরকে সাহায্য কর।
হে ইলাহী, আমাদেরকে ক্ষমা করো
সব বালামুসিবত থেকে।
হে রাব্বুল আলামীন
তুমি আমাদেরকে সকল দুর্যোগ, মহামারি থেকে রক্ষা করো।
হে ইলাহী, তোমার কাছে আমার দোয়া
তুমি আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করো।
আমাদের ক্ষমা করো হে ইলাহী (আল্লাহ)।
রোজ হাশরের ময়দানে,
প্রিয়নবীজি(সাঃ) এর শাফায়াত দান করো হে ইলাহী।
দয়া করো আমাদের প্রতি হে রহমান ও রহিম
রহম করো আমাদের প্রতি হে ইলাহী।
Comments
Post a Comment