How The Shias/Shiites are divided শিয়ারা কিভাবে বিভক্ত হলো Bismillahir rahmanir Rahim এই পোস্টে শিয়াবাদের ইতিহাস ও শিয়ারা কয়ভাগে বিভক্ হলো এবিষয়ে কিছু কথা হবে শিয়া মতবাদের ইতিহাস: মুসলিম দুনিয়ার মধ্যে অন্যতম দুটি শাখা হলো: সুন্নি বা আহলে সুন্নাহ এবং শিয়া। শিয়ারা পৃথিবীর ২৩ টি দেশে বসবাস করে। ইরান, ইরাক,লেবানন,ভারত,পাকিস্তান ও ইয়েমেনে শিয়াদের সংখ্যা অনেক দেখা যায়।বাংলাদেশের মতো দেশগুলোতে শিয়াদের সংখ্যা খুব কম। রাসুল সাঃ এর মৃত্যুর পরে হজরত আলী (রাঃ) এর সময়ে শিয়াদের উৎপত্তি হয়।হযরত আলী রাঃ এর মৃত্যুর কয়েক বছর আগে আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক জনৈক লোক এই শিয়া মতবাদ তৈরি করেন।হযরত হুসাইন(রাঃ) ও হযরত যায়নাব (রাঃ) এর মৃত্যুর কয়েকশ বছর পরে শিয়া মতবাদের বিস্তার ও ব্যাপকতা লাভ করে । Shiism is created by Abdullah ibn saba. Shiism get started in the time of caliphate of Ali(ra:). Shiism is spread and widespreaded after many hundred years of martyrdom of Imam Hussein (ra:) and zainab (ra:). শিয়ারা পৃথিবীতে অনেক ভাগে বিভক্ত। কার...