আয়া সোফিয়া থেকে আল আকসা/আলকুদস ও কর্ডোভা :ফিরিয়ে আনো মর্যাদা। লেখক: শেখ আহসান উদ্দিন আয়াসোফিয়া।মুসলি ম উম্মাহর মধ্যে এবং অমুসলিমদের মধ্যেও একটি আলোচিত নাম। আয়া সোফিয়া তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত মধ্যযুগের একটি অন্যতম ঐতিহাসিক স্থাপত্য। ৫৩৬-৫৩৭ খ্রিস্টাব্দে এই আয়া সোফিয়া নির্মিত হয়, তখন এটি গির্জা ছিল। ১৪৫৩সালে যখন সুলতান মুহাম্মদ আব্দুল ফাতিহ কনস্ট্যান্টিপল জয় করে ইস্তাম্বুল নাম দেন তখন তিনি এই আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে রূপান্তর করেন। এই আয়া সোফিয়া মসজিদ হওয়ার পক্ষে অনেক দলিল আছে। ১৯৩৪ সালের আগ পর্যন্ত এটা মসজিদ ছিল। তুরস্কের বিতর্কিত শাসক সেক্যুলার কামাল আতাতুর্ক ১৯৩৪ সালে এটাকে জাদুঘরে রূপান্তর করেন। এরদোগান ক্ষমতায় আসার পরে তার মনে আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে পুনরুদ্ধারের স্বপ্ন জাগে। চলতি বছরের জুলাই মাসে আদালতের রায়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। গত ১০ জুলাই আয়াসোফিয়ায় আযান এবং ২৪ জুলাই জুমার নামাজের মাধ্যমে আয়াসোফিয়া মসজিদ হিসেবে আনুষ্ঠানিভাবে পুনরুদ্ধার পায়। আসলে আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে রূপান্তর এটা মুসলমানদের জন্য একটি রহমত স্বরূপ। আয়া সো...