কারবালার মর্মান্তিক ঘটনার ৫০ বছর পর ইমাম হোসাইন রা. আ. এঁর নাতি এবং ইমাম জয়নুল আবেদীন আলি ইবনুল হোসাইন আ. রা. এঁর সন্তান ইমাম জায়েদ বিন আলী রা. আ. ওমাইয়া দুঃশাসনের বিরুদ্ধে বিপ্লব শুরু করলেন। ওমাইয়াদেরকে উৎখাত করতে ইমাম জায়েদ বিন আলী রা. প্রিয়নবীর ﷺ আহলে বায়ত প্রেমিকদেরকে একত্রিত করছেন। খবর পেয়ে আমাদের হানাফি মাজহাবের ইমাম, ইমামে আজম হজরত আবু হানিফা রাহ. ১০ হাজার দিরহাম বা রৌপ্যমুদ্রা প্রেরণ করেন তাঁর সরাসরি ওস্তাদ ইমাম জায়েদ বিন আলির রা. নিকট জালিম ওমাইয়াদের বিরুদ্ধে পরিচালিত সেই যুদ্ধে সাহায্য স্বরুপ। ওমাইয়াগুষ্টি অপপ্রচার করতে লাগল, "ইমাম আবু হানিফা রাফেজি শিয়া হয়ে গেছেন"। উল্লেখ্য, ইমাম আবু হানিফা রাহ. আহলে বায়তের নয়জন ইমামের ছাত্রত্ব গ্রহণ করেন বলে উল্লেখ আছে। তিনি বলতেন, "লাওলাস সানাতান লা হালাকান নু'মান"। "যদি সেই দুই বছর না হত (আহলে বায়তের ইমামগণের খেদমতে থাকা আমার জীবনের ২ বছর), তবে নু'মান ইবনে সাবিত আবু হানিফা ধ্বংস হয়ে যেত।" পরবর্তীতে ওমাইয়া জালিমদের হাতে শাহাদাতপ্রাপ্ত (১২২ হিজরী সনে) ইমাম জায়েদ বিন আলি আ. এঁর লাশ মুবারকই আব্বাসিয়দের ...