আমাদের জীবন হোক সুখময়...
আমরা বড় বড় প্রাসাদ, অট্টালিকাকে ভালোবেসেছি, কিন্তু ভুলে গেছি কবরকে। আমরা নারীদের ভালোবেসে, বেহেশতের হুরদের ভুলে গিয়েছি। আমরা দুনিয়াকে ভালোবেসে জান্নাতকে ভুলে গিয়েছি। আমরা মাখলুকের প্রতি মোহগ্রস্ত হয়েছি, আমাদের খালিক আল্লাহকে ভুলে গিয়েছি।
আমাদের যদি মৃত্যুর প্রস্তুতি থাকতো, আমাদের যদি মৃত্যু পরবর্তী জীবনের জন্য তৈয়ারি থাকতো, আমাদের অন্তরে যদি আল্লাহর সাথে সাক্ষাতের আকাংঙ্খা থাকতো, তবে আমরা মৃত্যুকে উপহার ভেবে গ্রহণ করতাম। আমার রবের সাথে সাক্ষাৎ।
এজন্য আল্লাহর সাথে সাক্ষাতের তামান্না আমাদের অন্তরে নেই। অথচ যার অন্তরে আল্লাহর সাথে সাক্ষাতের তামান্না আছে, তার মত সুখি আর কেউ নেই। আল্লাহর সাথে সাক্ষাতের আকাংক্ষা বান্দার অন্তরের রোগসমূহ উপশম করে। আল্লাহর সাথে সাক্ষাতের আকাংক্ষা মানুষের দিল থেকে মাখলুকের ভয় আর দুনিয়ার লোভ বের করে দেয়। এটা অনেক বড় নেয়ামত।
কারণ মাখলুকের ভয় আর দুনিয়ার লোভ মানুষকে আল্লাহর আনুগত্য থেকে দূরে রাখে। আর মাখলুকের প্রতি নির্ভয়তা ও দুনিয়ার প্রতি অনাসক্তি মানুষকে অনেক উঁচু মর্যাদায় পৌঁছে দেয়। আর এই জন্য প্রয়োজন ঈমান ও দাওয়াত ইলাল্লাহর মেহনত।
ঈমান, আমল ও দুআকে যখন মুমিন বান্দা একত্রে জমা করে চলবে, তখন যে কোনো হালতে সে পেরেশান হবে না। ঈমানী মেহনতের ফলে তার দিল ইতমিনান থাকবে। যে কোনো হালতের জন্য সে হাসি মুখে প্রস্তুত থাকবে। আল্লাহর দিকে, আমলের দিকে, মেহনতের দিকে দৌঁড়াবে। এই অবস্থায় যে কোনো পরিস্থিতি আসুক জীবন কিংবা মৃত্যু তখন সে সফল। আলহামদুল্লিাহ!
Syed anuwar abdullah
Lucky Club Online Casino Site - Lucky Club
ReplyDeleteJoin today and play over 850 online casino games at Lucky Club, the world's biggest online casino. Enjoy our 카지노사이트luckclub exciting selection of slots, Mon, Dec 13Extra Salt - paINMon, Dec 13Atlas Guadalajara - Club LeonMon, Dec 13Mykola Polysynskyi