রত্নভান্ডার এটা একটা মুসলিম আধ্যাত্মিক গীতিকবিতার সংকলন, মাইজভান্ডার,চট্টগ্রাম থেকে প্রকাশিত। প্রথম অধ্যায় ফজু মিঞা চৌধুরী ছাহেবের রচিত “ তত্ত্ব রত্ন ” বহি হইতে সংস্কলিত ১ নং শে'র আমার মনের ঠিক নাইরে-আমার দিলের ঠিক নাই । কোন পথে যাইব পন্থা উদ্দেশি না পাই।। ক্ষণে রাজ বস্ত্র পরি - ক্ষণে পরী হয়ে উড়ি । কখনও বিমানে চড়ি - চৌদিকে বেড়াই ।। ক্ষণে লই জমিদারি - ক্ষণে করি সওদাগরী । তক্তে বসি রাজা হই - হুকুম চালাই ।। কখন যাই নাচে গানে - ক্ষণে থাকি সুরাপানে । লোকের ভয়ে কখন যাই - নামাজে দাঁড়াই ।। প্রতিদিন করি মনে রাত্রে থাকব প্রভুর ধ্যানে । ফজরে কি খাব জপি - সজিদাতে যাই ক্ষণে সাধু বেশ ধরি- ঘন ঘন মালা নাড়ি । আচ্কান চোগা গায়ে মাথে শামলা উড়াই ।। কিসে লোকে ভাল বলে আছি কেবল সেই ছলে । মনের কথা প্রকাশিলে লজ্জার অন্ত নাই ।। ও মন ; তুমি কথা শুন - তুমি মোটা গাধা হেন । খেওনা খেওনা খেতে পানিরে ঘোলাই ।। তুমি কি খাইয়াছ পারা মন হইয়াছে তার ধারা । শীঘ্র পারা বাহির কর মাইজভাণ্ডরে যাই । ২ নং শে'র...