সাম্প্রতিক সময়ে ঢাকার উত্তরখানের এক মাদখালী নজদী আহলে হাদিস সালাফি আলেম আকরামুজ্জামান বিন আঃ সালাম এর কিছু লাগামহীন উস্কানিমূলক ইমান হরণকারী গোমরাহী বক্তব্য। সে কি কি বলছে :
১। তার বক্তব্য সে হায়াতুন্নবী জিন্দানবী কে তালাক দিয়েছে
২। "১৫ শাবানের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে নাকি বেশ্যাখানায় রাত্রিযাপন উত্তম" (নাউজুবিল্লাহি মিন যালিক)
৩। তার আরো জঘন্য বক্তব্য "যারা আহমদ রেজা খানের কানজুল ইমান অনুবাদটা পড়ে তারা নাকি কাফির"
৪। সে এক বক্তব্যে আমীরে মুয়াবিয়া রাঃ কে জাহান্নামী বলেছে
তার অবশ্যই এসব বক্তব্যের কারণে ইসলামের দৃষ্টিতে তার বউ তালাক হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে৷ এই আকরামুজ্জামান এর এসব উস্কানিমূলক জঘন্য বক্তব্য থেকে তওবা করা ও জাতির নিকট ক্ষমা চাওয়া উচিৎ দেশবাসীর উচিৎ আকরামুজ্জামানের ক্ষমা ও তওবার আগে অন্তত প্রকাশ্যে তাকে ৪০ বার জুতা পিটা / ইটপাটকেল নিক্ষেপ / ১০-২০টি দোররা মারা উচিৎ৷ তাহলেই তার উচিৎ শিক্ষা হবে।
Comments
Post a Comment